আমেরিকা-ইসরাইলি আগ্রাসনকে উপেক্ষা করা যায় না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 05 Jul 2025 09:38:40 GMT )
জুলাই ০৫, ২০২৫ ১৫:৩৮ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

পার্স টুডে - তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনা প্রসঙ্গে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তেহরান সদিচ্ছার সাথে আলোচনায় অংশ নিয়েছিল কিন্তু ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল অসৎ।

ওমানের মধ্যস্থতায় ইরান-আমেরিকা মধ্যকার পরোক্ষ সংলাপের প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কূটনীতির দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।”

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, তাখতে রাভাঞ্চি জোর দিয়ে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনকে সহজে উপেক্ষা করা যায় না; ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের ফলে ইরানের জনগণ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। আমরা কীভাবে এটি ভুলে যেতে পারি?"

ইরানের উচ্চপদস্থ এই কূটনীতিক বলেন, “ইরান-আমেরিকার মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরুর মাত্র দুই দিন আগে, আমেরিকার সমর্থনে ইসরাইল ইরানে হামলা চালায়। এটি ছিল কূটনৈতিক প্রচেষ্টার ওপর সবচেয়ে বড় আঘাত এবং বাস্তব আলোচনার জন্য যে আস্থা প্রয়োজন, সেটিকেই চূর্ণ করে দিয়েছে। আমেরিকা এ ঘটনার ব্যাখ্যা কীভাবে দেবে?”

এনবিসি'র আরেক প্রশ্নের উত্তরে মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, “আমরা মনে করি ইসরাইল এবং সম্ভবত আমেরিকার পক্ষ থেকে আরও হামলার আশঙ্কা রয়েছে। তবে ইরান প্রস্তুত আছে—দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, আমরা তাই করব।”

আমেরিকার হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, "ক্ষয়ক্ষতি গুরুতর এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এখনও ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে।"

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি দাবি করেছেন, হামলার আগে ৪০০ কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করা হয়েছিল। এ বিষয়ে তাখতের রাভাঞ্চি বলেন, “আমি জানি না সেই উপাদান কোথায় আছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, এ পর্যন্তই থাক।”

ইসরাইল ও আমেরিকার অপ্রত্যাশিত হামলার পর ইরান কি পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কে তাদের অবস্থান পরিবর্তন করেছে। এ প্রশ্নের জবাবে ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলার পরেও ইরান পরমাণু অস্ত্র নিয়ে তার অবস্থান বদলায়নি। ইরান এখনো এনপিটিতে অঙ্গীকারবদ্ধ, এবং আমাদের প্রতিরক্ষা নীতি ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার ফতোয়ার ভিত্তিতে আমরা কখনো পরমাণু অস্ত্রের পথে যাব না। পরমাণু অস্ত্র নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।”

পার্সটুডে/এমএআর/৫