সাইপ্রাসে ইহুদিবাদীদের ঢল; ফিলিস্তিন দখলের বিপর্যয় কি ইউরোপে পুনরাবৃত্তি হবে?
(last modified Sat, 05 Jul 2025 12:57:46 GMT )
জুলাই ০৫, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  • • সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের ঢেউ নিয়ে সেদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ
    • সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের ঢেউ নিয়ে সেদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ

পার্সটুডে- সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের নজিরবিহীন ঢল এবং সম্পদশালী ইসরাইলিদের মাধ্যমে ওই দেশে ঘরবাড়ি কেনার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাইপ্রিয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

ইসরাইলি দৈনিক "ইয়েদিওত আহারনোত" এক প্রতিবেদনে লিখেছে: ইসরাইলি সম্পদশালীরা প্রচুর পরিমাণে  এপার্টমেন্ট কেনায় সাইপ্রাসের জনগণের মধ্যে ইসরাইল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বহুগুণে বেড়েছে। এই ইসরাইলি সংবাদপত্রের মতে, সাইপ্রাসের  মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি-ইহুদিবাদীদের পরিকল্পনা সম্পর্কে এরই মধ্যে আতঙ্ক তৈরি হযেছে এবং এ বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক এবং সংবাদ মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্যাপকহারে ইসরাইলিদের সাইপ্রাসে আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার  হয়েছে যখন, সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল বামপন্থী আকেল পার্টির সম্মেলনে দলের মহাসচিব স্টেফানোস স্টেফানো তীব্র ইহুদি-বিরোধী বক্তব্য দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি কৌশলগত এলাকায় ইহুদিবাদীদের জমি ও ঘরবাড়ি ক্রয় সেদেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি।

স্টেফানো বলেছেন যে ফিলিস্তিনে যা ঘটেছে ঠিক একইভাবে তা সাইপ্রাসেও ঘটতে পারে, কারণ ফিলিস্তিনেও ইহুদিবাদীরা ধীরে ধীরে জমি ক্রয করে সেখানে তাদের আবাস গড়ে তুলেছিল।  

সাইপ্রাস আকেল পার্টির মহাসচিব আরও বলেন যে ইহুদিবাদীদের দ্বারা সাইপ্রাসে সম্পত্তি ক্রয় একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার মধ্যে রয়েছে ইহুদি বসতি, ধর্মীয় স্কুল, ইহুদি উপাসনালয় স্থাপন এবং সেদেশে ইহুদিবাদীদের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি।

স্টেফানো সাইপ্রিয়ট সরকারকে বিদেশীদের, বিশেষ করে ইহুদিবাদীদের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ন্ত্রণের মধ্যে না আনার জন্য অভিযুক্ত করেছেন এবং এই বিষয়ে অবিলম্বে সরকারী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাইপ্রাসে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-আত্তারি আকেল পার্টির সম্মেলনে বক্তব্য দিয়েছেন। এই প্রথম কোনও বিদেশী রাষ্ট্রদূত দলীয় অনুষ্ঠানে যোগদান করেছেন, যা থেকে সাইপ্রাসে ইহুদিবাদীদের অভিবাসন এবং ওই দ্বীপে তাদের অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিষয়টি ঘিরে উদ্বেগ ফুটে উঠেছে।

প্রতিবেদন থেকে আরো বোঝা যায়, এই অঞ্চলে আইনিগত  ও রাজনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও, ইহুদিবাদীরা দ্বীপের তুর্কি অংশে সম্পত্তির মালিক হয়ে উঠছে।

এদিকে, সাইপ্রাসে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ওরেন আনোলিগ এক বিবৃতিতে সেখানে ইহুদি-বিদ্বেষ মোকাবেলার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন যে ইসরাইলি নীতির সমালোচনার প্রভাব যেন সাইপ্রাসে ব্যক্তি বা পুঁজি বিনিয়োগকারীদের ওপর না পড়ে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ২,৫০০ ইসরাইলি সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করেন, তবে মনে করা হয় প্রকৃত সংখ্যা ১২,০০০ থেকে ১৫,০০০ এর মধ্যে হতে পারে, কারণ তাদের অনেকেই ইউরোপীয় পাসপোর্ট নিয়ে সাইপ্রাসে বসবাস করেন।

বিশেষজ্ঞরা মনে করেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নিরাপত্তাহীনতার কারণে, সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের ঢেউ এবং তাদের জমি ক্রয় আগামী বছরগুলিতে দেশটির জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

সাইপ্রাসবাসীরা এজন উদ্বিগ্ন যে ইহুদিবাদীদের আগমণের কারণে দেশটির আবাসন সংকট আরও খারাপ হচ্ছে এবং এর কিছু নাগরিকের মধ্যে এ আশঙ্কা জোরদার হচ্ছে যে "ইসরাইলিরা সবকিছু কিনে নিচ্ছে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।