লেবাননে হামলা চালাতে ইসরাইলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না
https://parstoday.ir/bn/news/event-i139240-লেবাননে_হামলা_চালাতে_ইসরাইলকে_সাইপ্রাস_তার_ভূখণ্ড_ব্যবহার_করতে_দেবে_না
লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজিথিওডোসিউ বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেয়া হবে না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৩, ২০২৪ ১০:২৭ Asia/Dhaka
  • মারিয়া হাজিথিওডোসিউ
    মারিয়া হাজিথিওডোসিউ

লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজিথিওডোসিউ বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেয়া হবে না।

গতকাল (মঙ্গলবার) লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলামের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। মারিয়া বলেন, “আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি যে, লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরাইলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।

বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদী ইসরাইলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০০৬ সালে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের বিষয়টিও উঠে আসে। এই প্রস্তাবের আলোকে ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইলের সাথে হিজবুল্লাহর ৩৩ দিনের অবসান ঘটেছিল।

বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেন, চলমান পরিস্থিতির একটি রাজনৈতিক সমাধান হবে। 

এর আগে গত ২৪ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছিলেন, সাইপ্রাস গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরাইলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩