লেবানন চুক্তি ইসরাইলের জন্য কৌশলগতভাবে লজ্জাজনক পরাজয় 
https://parstoday.ir/bn/news/event-i144306-লেবানন_চুক্তি_ইসরাইলের_জন্য_কৌশলগতভাবে_লজ্জাজনক_পরাজয়
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরাইলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন জেনারেল সালামি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২৪ ১৪:৫৫ Asia/Dhaka
  • লেবানন চুক্তি ইসরাইলের জন্য কৌশলগতভাবে লজ্জাজনক পরাজয় 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরাইলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন জেনারেল সালামি।

ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর জন্য তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে অভিনন্দন জানান। এর একদিন আগে অর্থাৎ গতকাল থেকে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। গত ১৪ মাস ধরে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সামরিক সংঘাত চলে আসছিল।

হিজবুল্লাহকে পাঠানো বার্তায় জেনারেল সালামি বলেন, "লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি হলো ইহুদিবাদীদের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়। যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছিও আসতে পারেনি।"

জেনারেল সালামি বলেন, এই যুদ্ধবিরতি এমনকি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি সূচনাও হতে পারে।" সালামি আরো বলেন, ইসরাইলের যুদ্ধবিরতি মেনে নেয়ার কারণ হলো- হিজবুল্লাহর বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র দখলদারদের ঘাঁটি ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে তাক করা রয়েছে।

আইআরজিসি প্রধান জোর দিয়ে বলেন, ইসরাইল দিন দিন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে এবং তারা গাজা ও লেবাননে যে অপরাধ করছে তা প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করবে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।