হামলাটি সফল হয়েছে: জেনারেল সারি
এবার ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
-
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
ইহুদিবাদী ইসরাইলের নেগেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে সশস্ত্র বাহিনী। হামলায় অত্যাধুনিক একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর জানিয়ে বলেছেন, তারা গতকাল (শনিবার) ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছেন।
হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার ইয়েমেনের জনগণ সারাদেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি।
তিনি বলেন, গাজা উপত্যকার ওপর যতদিন ইসরাইল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের এ প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে।
ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। পরবর্তীতে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।
গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত অন্তত ৪৫,৪৮০ ফিলিস্তিনি শহীদ ও অপর ১,০৮,০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯