ইরানের পারমাণবিক নীতি অপরিবর্তিত: সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা
(last modified Tue, 31 Dec 2024 05:55:40 GMT )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৫৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান
    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান

বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার ও পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার সিদ্ধান্তে ইরান অটল রয়েছে বলে জানিয়েছেন এদেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান।

তিনি গতকাল (সোমবার) ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে তেহরানে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। আহমাদিয়ান বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ফতোয়া অনুযায়ী, এদেশের পারমাণবিক নীতি অপরিবর্তিত রয়েছে।

‘নয়া প্রতিরোধের জন্ম’

ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল নতুন করে সিরিয়ার একাংশ দখল করে নেয়ার ফলে প্রতিরোধের একটি নতুন ধারা জন্মগ্রহণ করেছে যা আগামী কয়েক বছরে স্বরূপে আভির্ভূত হবে।

চলতি মাসের গোড়ার দিকে পশ্চিমা ও ইসরাইল-সমর্থিত সশস্ত্র একটি গোষ্ঠী সিরিয়া দখল করে নেয়ার পর ইহুদিবাদী বাহিনী আরব এই দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এবং গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা নতুন করে দখল করে। আহমাদিয়ান তার বক্তব্যে সে প্রসঙ্গ উল্লেখ করেন।

সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের ইসলামি বিপ্লবকে সমর্থন করেছিলেন বলেই পাশ্চাত্য তার সঙ্গে বিদ্বেষ পোষণ করত। #

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।