চীনা প্রভাব ঠেকাতে খাল 'দখলে নেয়ার' হুমকি ট্রাম্পের; ব্যাপক বিক্ষোভ 
(last modified Tue, 04 Feb 2025 08:51:57 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৪:৫১ Asia/Dhaka
  • চীনা প্রভাব ঠেকাতে খাল 'দখলে নেয়ার' হুমকি ট্রাম্পের; ব্যাপক বিক্ষোভ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর করে কৌশলগত পানামা খাল দখলের হুমকি দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা গেছেন।

পানামা খাল আমেরিকাকে ফেরত দেয়ার জন্য ট্রাম্পের দাবির প্রতি সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সাথে দেখা করেছেন শীর্ষ মার্কিন কূটনীতিক। পানামার জনগণ এবং প্রেসিডেন্ট মুলিনো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, খালটির মালিকানা ইস্যুতে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না।

পানামা খাল ফিরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে পানামার জনগণ মার্কিন-বিরোধী বিক্ষোভ করেছেন।

পানামা সিটিতে বিক্ষোভকারীরা পানামার পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন যাতে লেখা ছিল- মার্কো রুবিও পানামা থেকে চলে যাও। এছাড়া আরো স্লোগান লেখা ছিল "জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক" এবং "এক দেশ, এক পতাকা"

বিক্ষোভ চলাকালে ট্রাম্প ও রুবিওর ছবি সম্বলিত প্ল্যাকার্ডে আগুন দেয়া হয়। পানামা খালটি চীনা হাচিসন পোর্টস কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হংকং-ভিত্তিক কোম্পানিটিকে খালের কার্যক্রম পরিচালনার জন্য পানামা সরকার ২৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। কোম্পানিটি পানামা খালের দুই প্রান্তে বন্দর পরিচালনা করে।

রুবিও শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত কলামে লিখেছেন, কৌশলগত এই জলপথের ওপর চীনা প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে ওয়াশিংটন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন