আইসিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানাল ইরান
(last modified Sat, 08 Feb 2025 09:21:51 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৫:২১ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের ব্যাপারে জবাবদিহি করার হাত থেকে বাঁচাতে এটি হচ্ছে ক্ষমতার জঘন্য অপব্যবহার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে ওয়াশিংটনের নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটন বহুকাল ধরে নিজের অভ্যন্তরীণ স্বার্থকে আন্তর্জাতিক সমাজের ওপর চাপিয়ে দিতে নিষেধাজ্ঞা ও জবরদস্তিমূলক পদক্ষেপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ইহুদিবাদী যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। 

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আইসিসি গত বছরের শেষদিকে নেতানিয়াহু ও তার তৎকালীন যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।’

এ সম্পর্কে ইসমাইল বাকায়ি আরো বলেন, আইসিসির বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত অবৈধ শাস্তিমূলক ব্যবস্থার উদ্বেগজনক বিস্তারের প্রতিফলন ঘটিয়েছে। দেশটি এখন আইসিসির মতো আন্তঃসরকারি প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করছে যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারকে সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে।

বাকায়ি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের চলমান নৃশংসতাসহ যুদ্ধাপরাধের তদন্ত থেকে আইসিসিকে বিরত রাখার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। #

 পার্সটুডে/এমএমআই/এমএআর/৮