তেহরান থেকে বৈরুতগামী ফ্লাইট বাতিল নিয়ে কথা বললেন দুই পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i147070
ইহুদিবাদী ইসরাইলের হুমকির মুখে তেহরান থেকে বৈরুতগামী যাত্রীবাহী বিমানের দু’টি ফ্লাইট বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:০৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি ও ইউসেফ রাজ্জি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি ও ইউসেফ রাজ্জি

ইহুদিবাদী ইসরাইলের হুমকির মুখে তেহরান থেকে বৈরুতগামী যাত্রীবাহী বিমানের দু’টি ফ্লাইট বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শনিবার ফোনে তার লেবাননি সমকক্ষ ইউসেফ রাজ্জির সঙ্গে কথা বলেন। ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি যেন স্থায়ী না হয় ফোনালাপে সে বিষয়টি উঠে আসে।

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ইরান এয়ারের বৈরুতগামী দু’টি ফ্লাইট বাতিল করা হয়। ওইসব ফ্লাইটে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জন্য অর্থ সরবরাহ করা হবে- তেল আবিবের এমন দাবির পরিপ্রেক্ষিতে লেবাননের পরিবহণ মন্ত্রী ফ্লাইট দু’টি বাতিল করার নির্দেশ দেন।

এর আগে ইসরাইলের যে হুমকির কারণে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাকে ‘লেবাননের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেন, ইসরাইলি হুমকির কারণে বৈরুত বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তারা পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থ রক্ষার ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে দু’দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা অতীতের চেয়ে শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় রাজ্জিকে অভিনন্দন জানান আরাকচি। তিনি লেবাননের নতুন সরকারের সাফল্য কামনা করেন। দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে গত ৮ ফেব্রুয়ারি নওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ইউসেফ রাজ্জিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬