ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানালেন ব্রিটেনের ৬০ এমপি
https://parstoday.ir/bn/news/event-i147146-ইসরাইলি_পণ্য_আমদানি_নিষিদ্ধ_করার_আহ্বান_জানালেন_ব্রিটেনের_৬০_এমপি
ব্রিটিশ পার্লামেন্টের ৬০ জনেরও বেশি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:২৯ Asia/Dhaka
  • ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানালেন ব্রিটেনের ৬০ এমপি

ব্রিটিশ পার্লামেন্টের ৬০ জনেরও বেশি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।

তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বাণিজ্যমান্ত্রী জোনাথন রেনল্ডসকে লেখা এক খোলা চিঠিতে একথা বলেছেন। এতে তারা গাজায় দখলদার ইসরাইল সরকারের গণহত্যামূলক যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান নৃশংসতার কারণে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

এসব সংসদ সদস্য ইসরাইলি বসতি স্থাপন করা অঞ্চল থেকে অলিভ অয়েল, মদ, খেজুর, কমলা এবং অন্যান্য পণ্য আমদানি বন্ধ করতে চান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লর্ড বিশপ অফ গ্লুচেস্টার, কিট মাল্টহাউস, ব্যারোনেস ওয়ার্সি, লর্ড পিটার হেইন, কার্লা ডেনিয়ার, বেন লেক, প্লেইড সাইমরু, অ্যালিস্টার কারমাইকেল, লিব ডেম এবং ব্রেন্ডন ও'হারার মতো ব্যক্তিরা।

তারা ব্রিটিশ মন্ত্রীদের উদ্দেশ করে চিঠিতে বলেছেন, "আমরা বিশ্বাস করি কয়েক দশক ধরে চলমান সংঘাত সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হওয়া উচিত- আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এক্ষেত্রে ইসরাইলের সাথে বাণিজ্য সম্পর্ক, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বিষয়ে দেয়া প্রতিশ্রুতির সাথে ব্রিটেনের সামঞ্জস্য বজায় রাখা উচিত। আমরা মনে করি- ইসরাইলের সাথে ব্রিটেনের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রয়োজনীয় মান পূরণ করে না এবং আপনাদেরকে এটি সংশোধন করার জন্য অনুরোধ করছি।"#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।