ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি ‘টাইম বোমা’: রুশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 27 Feb 2025 03:51:37 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৯:৫১ Asia/Dhaka
  • ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি ‘টাইম বোমা’: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি ‘টাইম বোমা’ হিসেবে কাজ করবে। তিনি গতকাল (বুধবার) কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সে প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয় তাহলে গোটা অঞ্চলের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে যা যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দোহা সফর করেন ল্যাভরভ।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি প্রত্যাখ্যান করে বিগত কয়েক দশক ধরে বিকল্প যে পরিকল্পনাই হাতে নেয়া হয়েছে তার প্রত্যেকটি ব্যর্থ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি শান্তি চুক্তির পথে ইসরাইল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাতে মস্কো উদ্বিগ্ন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে বিতাড়িত করার পরিকল্পনা উত্থাপন করেছেন। তিনি গাজাবাসীকে তাড়িয়ে দিয়ে সেখানে একটি সৈকত রিসোর্ট নির্মাণ করতে চান।  ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভ উইটকফ মঙ্গলবার বলেছেন, গাজায় রিসোর্ট নির্মাণ করার বিষয়ে অচিরেই আঞ্চলিক রিয়াল স্টেট ডেভলপারদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।