আমরা চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত: পেন্টাগন প্রধান
(last modified Thu, 06 Mar 2025 06:51:53 GMT )
মার্চ ০৬, ২০২৫ ১২:৫১ Asia/Dhaka
  • পেন্টাগন প্রধান পিট হেগসেথ
    পেন্টাগন প্রধান পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষা দফ্তর পেন্টাগন প্রধান ঘোষণা করেছেন যে ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য "প্রস্তুত"। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে বলে চীনের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেয়ার পর পেন্টাগন প্রধান এ মন্তব্য করেন।

বুধবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ এক সাক্ষাৎকারে পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেন, আমরা প্রস্তুত।

তিনি মার্কিন সামরিক প্রস্তুতির গুরুত্বের উপর জোর দেন এবং অভিযোগ করেন যে, "যারা শান্তির আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।"

হেগসেথ চীনের দ্রুত প্রতিরক্ষা অগ্রগতিকে হুমকি হিসেবে তুলে ধরে দাবি করেন যে সম্ভাব্য সংঘাতে জড়িত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করা দরকার। পাশাপাশি ওয়াশিংটনের বিশ্বব্যাপী অবস্থানকে চ্যালেঞ্জ করার জন্য বেইজিংয়ের আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

হেগসেথ বলেন, "আমাদের প্রতিরক্ষা ব্যয়, সক্ষমতা, অস্ত্র এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান নেয়ার প্রয়োজন এবং আমরা এসব বিষয়ের ওপর খুব বেশি মনোযোগী।

বাণিজ্য বা শুল্ক যুদ্ধসহ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক শুরু হওয়া যেকোনো ধরণের সংঘাতের বিরুদ্ধে লড়াই করার জন্য চীন তার প্রস্তুতির কথা ঘোষণা দেয়ার পর পেন্টাগন প্রধানের পক্ষ থেকে এসব বক্তব্য এলো।

ট্রাম্পের চীনা আমদানির উপর শুল্ক দ্বিগুণ করে ১০% থেকে ২০% করার সিদ্ধান্তের পর এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যা মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের প্রবাহ নিয়ন্ত্রণে চীনের কথিত অপর্যাপ্ত প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসাবে ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছিল। প্রতিশোধ হিসেবে চীন নিজস্ব শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আমেরিকান কৃষি ও খাদ্য পণ্যের উপর ১০% থেকে ১৫% শুল্ক বৃদ্ধি করেছে বেইজিং।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।