সিরিয়ার সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i147860-সিরিয়ার_সংঘর্ষে_জড়িত_থাকার_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৯, ২০২৫ ১৪:২৯ Asia/Dhaka
  • এইচটিএস জঙ্গি
    এইচটিএস জঙ্গি

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি।  

হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারী অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলিতে হিজবুল্লাহর নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করছে। হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে।”

সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসকগোষ্ঠীর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হওয়ার দুই দিন পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিবৃতিটি এলো।

গত বৃহস্পতিবার রাতে লাতাকিয়া এবং তারতুসসহ পশ্চিম সিরিয়ার জনগণ আহমদ আশ-শারা ওরফে জোলানি নেতৃত্বাধীন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়। দুই দিনের লড়াইয়ে সেখানে ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা।

ওই দুই প্রদেশে মূলত সংখ্যালঘু আলাভি সম্প্রদায় বাস করে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আসাদও আলাভি সম্প্রদায় থেকে এসেছেন।#

পার্সটুডে/এমএআর/৯