ইসরাইল সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে
https://parstoday.ir/bn/news/event-i150856
পার্সটুডে-সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে।
(last modified 2025-08-01T14:30:05+00:00 )
আগস্ট ০১, ২০২৫ ২০:২৭ Asia/Dhaka
  • ইসরাইল সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে
    ইসরাইল সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে

পার্সটুডে-সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) ইহুদিবাদী একটি সংবাদমাধ্যম জানিয়েছে নিরাপত্তা হুমকির কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইলি চ্যানেল-টুয়েলভ টিভি ঘোষণা করেছে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের সমস্ত কূটনৈতিক ও প্রশাসনিক দলকে সরিয়ে নেওয়া হয়েছে।  ধর্মীয় প্রতিনিধিদলসহ সরকারি মিশনের কর্মীরাও তাদের মধ্যে রয়েছেন। চ্যানেল-টুয়েলভের প্রতিবেদনে দাবি করা হয়েছে: ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের সতর্কতাই সরিয়ে নেওয়ার কারণ।

এদিকে, জাপানের রাজধানীর বাসিন্দাদের একটি দল টোকিওতে ইসরাইলি দূতাবাসের সামনে সমবেত হয়ে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলা পুনরায় শুরু করার প্রতিবাদে বিক্ষোভ করেছে। গাজায় হামলা বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তারা স্লোগান দেয়।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।