পাকিস্তানের রাজধানী ইরানের বিপ্লবের নেতা এবং প্রেসিডেন্টের ছবিতে সুসজ্জিত
https://parstoday.ir/bn/news/event-i150850-পাকিস্তানের_রাজধানী_ইরানের_বিপ্লবের_নেতা_এবং_প্রেসিডেন্টের_ছবিতে_সুসজ্জিত
পার্সটুডে-পাকিস্তানের রাজধানী সবুজ শ্যামল ইসলামাবাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৃহৎ ছবি এবং প্ল্যাকার্ড দিয়ে সজ্জিত করা হয়েছে।
(last modified 2025-08-01T12:44:20+00:00 )
আগস্ট ০১, ২০২৫ ১৮:৪০ Asia/Dhaka
  • পাকিস্তানের রাজধানী বিপ্লবের নেতা এবং ইরানের প্রেসিডেন্টের ছবিতে সজ্জিত
    পাকিস্তানের রাজধানী বিপ্লবের নেতা এবং ইরানের প্রেসিডেন্টের ছবিতে সজ্জিত

পার্সটুডে-পাকিস্তানের রাজধানী সবুজ শ্যামল ইসলামাবাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৃহৎ ছবি এবং প্ল্যাকার্ড দিয়ে সজ্জিত করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট শনিবার (আগামীকাল) দু'দিনের সফরে ইসলামাবাদ যাচ্ছেন। তাঁর সাথে থাকছেন উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল। তাঁদের সম্মানেই প্ল্যাকার্ড দিয়ে শহর সাজানোর ব্যবস্থা কো হয়েছে।

ইসলামী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের আগে, ইসলামাবাদ শহর জুড়ে বিপ্লবের নেতা এবং প্রেসিডেন্টের ছবি স্থাপন করাসহ পতাকা উত্তোলন করা হয়েছে। সেইসাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্ল্যাকার্ড এবং বৃহৎ ছবি স্থাপন করা হয়েছে। ইসলামাবাদের আশেপাশের সামরিক বিমানবন্দর থেকে উচ্চপদস্থ ইরানি প্রতিনিধিদলের অবস্থানস্থল হোটেল, শহরের প্রধান রাস্তা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রাসাদের সামনের রাস্তাটিও ইসলামী বিপ্লবের নেতা এবং ইরানের প্রেসিডেন্টের বড় বড় ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে।

এছাড়াও, এই ছবিগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য ফারসি বাক্যাংশ রয়েছে এবং দুটি দেশের পতাকা তাদের ওপর প্রদর্শিত হয়েছে। আজ (শুক্রবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি আমন্ত্রণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আগামীকাল (শনিবার, ২ আগস্ট) দুই দিনের সফরে ইসলামাবাদ আসবেন।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।