ইসরায়েলের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i151482-ইসরায়েলের_বহুস্তরীয়_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_ভেদ_করতে_সক্ষম_হয়েছে_ইরান_প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের আগ্রাসন যুদ্ধে তার দেশের অত্যাধুনিক সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দখলদার শাসকগোষ্ঠীর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং তাদের উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে এর অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
(last modified 2025-08-27T14:29:23+00:00 )
আগস্ট ২৭, ২০২৫ ২০:১৭ Asia/Dhaka
  • দখলকৃত ভূমির উপর দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টায় ইসরায়েলি আয়রন ডোম সিস্টেম গুলি চালাচ্ছে।
    দখলকৃত ভূমির উপর দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টায় ইসরায়েলি আয়রন ডোম সিস্টেম গুলি চালাচ্ছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের আগ্রাসন যুদ্ধে তার দেশের অত্যাধুনিক সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দখলদার শাসকগোষ্ঠীর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং তাদের উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে এর অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা শিল্পের সাফল্য এবং মার্কিন-ইসরায়েলি আক্রমণে প্রকাশিত তেহরানের সামরিক দক্ষতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার সময় এই বিবৃতি দেন। 

জেনারেল নাসিরজাদেহ বলেন, "সাম্প্রতিক পবিত্র ও জাতীয় প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনী উন্নত প্রতিরক্ষা শিল্পের অর্জনগুলোকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বহুস্তরীয় এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে, যা অন্যান্য পশ্চিমা সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা স্বীকৃতি পেয়েছে

ইরানের প্রতিরক্ষামন্ত্রী শত্রুর হুমকি মোকাবেলায় তাদের প্রস্তুতি বজায় রাখার এবং বৃদ্ধি করার জন্য ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশের কাঠামোর মধ্যে সশস্ত্র বাহিনীর আত্মনির্ভরশীলতা এবং জ্ঞান, ধারাবাহিক উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির উপর মনোনিবেশের মনোভাবের প্রশংসা করেছেন।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক স্পষ্ট এবং বিনা প্ররোচনায় ১২ দিনের  আগ্রাসনমূলক দেশটিতে কমপক্ষে ১,০৬৪ জন নিহত হয় যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধে প্রবেশ করে।

প্রতিশোধ হিসেবে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত স্থাপনাগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালায়। ২৪ জুন, ইরান, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয়।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।