মধ্য এশীয় ভলিবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়: ইতিহাস গড়ল ইরানি নারী দল
-
উইমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপজয়ী\\\\\\\' ইরানের জাতীয় নারী ভলিবল দল
মধ্য এশীয় ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA) আয়োজিত 'উইমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে' ইরানের জাতীয় নারী ভলিবল দল উজবেকিস্তানকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে— যা তাদের ৬১ বছরের ইতিহাসে প্রথম স্বর্ণপদক।
ভলিবল ফেডারেশনের যোগাযোগ বিভাগ জানিয়েছে, আজ (রোববার) তাসখন্দে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইরানি দল ৩-০ সেটে উজবেকিস্তানকে হারিয়ে টানা চার জয় নিয়ে মধ্য এশিয়ার চ্যাম্পিয়ন হয়।
২৫–১৪, ২৫–১৪ ও ২৫–১৯ পয়েন্টে তিন সেট জিতে ইরানের জাতীয় খেলোয়াড়রা চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে, যা দলের ৬২ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
ফাইনালের আগে প্রাথমিক পর্বেও ইরানি নারী দল তাজিকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ী হয় এবং পুরো টুর্নামেন্টজুড়ে তারা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ইরানের জাতীয় নারী ভলিবল দল। তাদের এই সর্বশেষ অর্জন প্রজন্মের পর প্রজন্ম ধরে ইরানি খেলোয়াড়দের নিষ্ঠা, অধ্যবসায় ও ঐক্যের প্রতীক হিসেবে জাতীয় গর্ব, সংহতি ও শক্তির প্রতিফলন ঘটিয়েছে।#
পার্সটুডে/এমএআর/৫