ইরানের জাতীয় ভলিবল দলের খেলোয়াড়ের মৃত্যু; শোক জানালেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i153942-ইরানের_জাতীয়_ভলিবল_দলের_খেলোয়াড়ের_মৃত্যু_শোক_জানালেন_সর্বোচ্চ_নেতা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ভলিবল দলের প্রতিভাবান খেলোয়াড় সাবের কাজেমি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১১, ২০২৫ ২০:১১ Asia/Dhaka
  • সাবের কাজেমি
    সাবের কাজেমি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ভলিবল দলের প্রতিভাবান খেলোয়াড় সাবের কাজেমি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের উপপ্রধান এই শোকবার্তা সাবের কাজেমির পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।  

ইরানের জাতীয় ভলিবল দলের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় সাবের কাজেমি ৫ নভেম্বর মাত্র ২৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ইরানের ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগও আয়াতুল্লাহ খামেনেয়ীর পক্ষ থেকে সমবেদনা প্রকাশের খবর নিশ্চিত করেছেন।

এছাড়া, সাবের কাজেমির বাবা এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা আমাকে প্রশান্তি দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।