মুসলিম বিশ্বের ঐক্য ও বাণিজ্য জোরদারের পরামর্শ দিলেন ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i154602-মুসলিম_বিশ্বের_ঐক্য_ও_বাণিজ্য_জোরদারের_পরামর্শ_দিলেন_ইরানি_প্রেসিডেন্ট
পার্স-টুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে ইসলামী বিশ্বে ঐক্য জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন।
(last modified 2025-12-01T10:44:27+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৫ ১০:২৭ Asia/Dhaka
  • তেহরানে ইরানের প্রেসিডেন্ট (মাঝখানে) ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বামে তৃতীয়) বৈঠক
    তেহরানে ইরানের প্রেসিডেন্ট (মাঝখানে) ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বামে তৃতীয়) বৈঠক

পার্স-টুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে ইসলামী বিশ্বে ঐক্য জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন।

 তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রতিপক্ষের ক্রমবর্ধমান অভিন্ন চাপের মধ্যে মুসলিম দেশগুলোকে "একে অপরের জন্য পরিস্থিতি সহজতর করতে হবে এবং জটিল সমস্যা এড়াতে হবে"।

রবিবার সন্ধ্যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভ্রাতৃত্বপূর্ণ পটভূমির কথা উল্লেখ করেন এবং এই সম্পর্কগুলোকে গভীর, অকৃত্রিম ও ব্যাপক উন্নয়ন সম্ভাবনায় সমৃদ্ধ বলে বর্ণনা করেন।

তিনি আরও বলেন: "যদি ইসলামী দেশগুলো ঐক্য, অভিন্নতা এবং অভিজ্ঞতা বিনিময়ের উপর ভিত্তি করে একই ইচ্ছার কাঠামোর মধ্যে অগ্রসর হয়, তাহলে কোনও শক্তিই মুসলিম দেশগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারবে না।"

ইসলামী দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার ও কৌশলগত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, এই অঞ্চলের বর্তমান কিছু সংকট কোনো কোনো হস্তক্ষেপকারী শক্তিদের ষড়যন্ত্র এবং বিরোধ উস্কে দেওয়ার ফসল। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন: এই আন্দোলনগুলোর লক্ষ্য হলো এই অঞ্চলে তাদের ভুল উদ্দেশ্য ও নীতি চাপিয়ে দেওয়া এবং ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা।

তুরস্কের পক্ষ থেকে ফিদান তার দেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন ইরানি প্রেসিডেন্টের কাছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে একটি বিশেষ বার্তা প্রদান করেন।

পেজেশকিয়ানের ইসলামী ঐক্যের বাণীর সঙ্গে একমত পোষণ করে ফিদান বলেন, ঘরোয়া মতভেদের কারণে মুসলিম বিশ্বের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ফিদান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র "ধনুক থেকে নির্গত তীরের মতো অসাধারণ গতি ও সক্রিয়তা নিয়ে এগিয়ে চলেছে।"

উল্লেখ্য তুরস্ক ও ইরান তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করে তা তিন হাজার কোটি ডলার পর্যন্ত উন্নীত করতে সম্মত হয়েছে। বাণিজ্য ছাড়াও এ দুটি দেশ জ্বালানি ও পরিবহন-ট্র্যাঞ্জিট খাতেও সহযোগিতা বাড়ানোর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছে।   #

পার্স টুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।