পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ, ইসির সামনে ছাত্রদলের অবস্থান
https://parstoday.ir/bn/news/event-i156180-পোস্টাল_ব্যালট_নিয়ে_পক্ষপাতের_অভিযোগ_ইসির_সামনে_ছাত্রদলের_অবস্থান
বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তারা বলছেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৬ ১৩:২৭ Asia/Dhaka
  • ইসির সামনে ছাত্রদলের অবস্থান
    ইসির সামনে ছাত্রদলের অবস্থান

বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তারা বলছেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে।

আজ (রোববার) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের কয়েক হাজার নেতা–কর্মী কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়েছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। অবস্থান নিয়ে তাঁরা বক্তব্য দিচ্ছেন।

ছাত্রদল সভাপতি

ছাত্রদলের আনা তিন অভিযোগ হলো-

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।#

পার্সটুডে/জিএআর/১৮