যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসন রোধ করছে না বরং এটি গণহত্যা হাতিয়ার
https://parstoday.ir/bn/news/west_asia-i156244-যুদ্ধবিরতি_ইসরায়েলি_আগ্রাসন_রোধ_করছে_না_বরং_এটি_গণহত্যা_হাতিয়ার
পার্সটুডে- প্রতিবেদনে দেখা গেছে যে গাজায় যুদ্ধবিরতির ১০০ দিন পরেও ইহুদিবাদী ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি এবং এই অঞ্চলে ব্যাপক অপরাধ চালিয়ে যাচ্ছে।
(last modified 2026-01-19T12:42:55+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৬ ১৮:৪০ Asia/Dhaka
  • • গাজায় মানবাধিকার পরিস্থিতি
    • গাজায় মানবাধিকার পরিস্থিতি

পার্সটুডে- প্রতিবেদনে দেখা গেছে যে গাজায় যুদ্ধবিরতির ১০০ দিন পরেও ইহুদিবাদী ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি এবং এই অঞ্চলে ব্যাপক অপরাধ চালিয়ে যাচ্ছে।

গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে ঘোষণা করেছে: যুদ্ধবিরতির প্রথম ১০০ দিনে ইহুদিবাদী ইসরায়েলের স্পষ্ট আগ্রাসন এখনো চলছে। গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয় গত বছর ১০ অক্টোবর থেকে। এই যুদ্ধবিরতি ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির "প্রথম পর্যায়" হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এতে জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর সীমিত প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পার্সটুডে অনুসারে, গাজায় মাঠ পর্যবেক্ষণ থেকে দেখা গেছে যে যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা তো করেনি, বরং ক্রমাগত হত্যা, অনাহার এবং ফিলিস্তিনি জনগণকে তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করার একটি কাঠামোতে পরিণত হয়েছে। প্রদত্ত তথ্য অনুসারে, যুদ্ধবিরতির ১০০ দিনের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল ৪৭৯ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং ১,২৮০ জনকে আহত করেছে; অন্য কথায়, সরকার গড়ে প্রতিদিন পাঁচজন ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং ১৩ জনকে আহত করেছে।

গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরায়েল এই ১০০ দিনে ১,২৮৫টি ধর্ষণ করেছে; অর্থাৎ গড়ে প্রতিদিন ১৩টি। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বিমান থেকে বোমাবর্ষণ, কামান হামলা, গুলি চালানো, যুদ্ধযান দিয়ে অভিযান, ঘরবাড়ি ধ্বংস এবং গ্রেপ্তার। প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতি কেবল লঙ্ঘন বন্ধ করেনি, বরং "লঙ্ঘন ও গণহত্যা পরিচালনার" হাতিয়ারে পরিণত হয়েছে।

প্রতিবেদনের অন্য একটি অংশে বলা হয়েছে: ইসরায়েলি সরকার মানবিক সাহায্য প্রবেশের বিষয়ে তার প্রতিশ্রুতি মেনে চলেনি এবং প্রতিদিন মাত্র ২৬০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা সম্মত পরিমাণের ৪৩.৩ শতাংশ। জ্বালানি ট্রাকগুলিও গাজার চাহিদার মাত্র ১২.৯ শতাংশ সরবরাহ করেছে।

গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস জোর দিয়ে বলেছে: গাজায় যা ঘটছে তা কোনও অস্থায়ী আগ্রাসন নয়, বরং ফিলিস্তিনি সমাজের পতনের কাঠামোর মধ্যে গণহত্যার অপরাধের ধারাবাহিকতা। এই পদক্ষেপগুলি যুদ্ধবিরতি এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন, এবং যুদ্ধাপরাধের উদাহরণ এবং গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ। কেন্দ্রটি আন্তর্জাতিক নীরবতার সমালোচনা করেছে এবং প্রকৃত যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং কোনও বাধা ছাড়াই সাহায্য পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। #

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।