গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণ মানে ন্যাটোর সাথে যুদ্ধ: দ্য ইকোনোমিস্ট
https://parstoday.ir/bn/news/world-i156246-গ্রিনল্যান্ডে_মার্কিন_আক্রমণ_মানে_ন্যাটোর_সাথে_যুদ্ধ_দ্য_ইকোনোমিস্ট
পার্সটুডে-একজন মার্কিন আইনপ্রণেতা গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণকে "ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ" বলে অভিহিত করেছেন।
(last modified 2026-01-19T13:47:17+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৬ ১৯:৪২ Asia/Dhaka
  •  মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল
    মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল

পার্সটুডে-একজন মার্কিন আইনপ্রণেতা গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণকে "ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ" বলে অভিহিত করেছেন।

পার্সটুডে আরও জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণের অর্থ হবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সাথে "যুদ্ধ"। মাইকেল ম্যাককল এবিসির সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি গ্রিনল্যান্ডে সামরিক আক্রমণ শুরু করেন, তাহলে এটি ন্যাটোর ৫ অনুচ্ছেদ সম্পূর্ণরূপে পরিবর্তন করবে এবং মূলত ন্যাটোর সাথেই যুদ্ধ শুরু করবে। এই পদক্ষেপটি শেষ পর্যন্ত ন্যাটোর বিলুপ্তির দিকে পরিচালিত করবে যেমনটি আমরা জানি।

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে: একজন ন্যাটো সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং এই চুক্তি অনুসারে, প্রতিটি সদস্য আক্রমণের শিকার দেশের সাহায্যে আসতে বাধ্য।

গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের লোভের মূল্য হবে ৭৫ বছরের পুরনো জোটের ধ্বংস: দ্য ইকোনমিস্ট

এদিকে, ব্রিটিশ সংবাদপত্র "দ্য ইকোনমিস্ট" জানিয়েছে, ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের সময় গ্রিনল্যান্ড দখলের মার্কিন প্রচেষ্টা ন্যাটোর ইতিহাসের সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ সংকটগুলোর একটি তৈরি করেছে এবং জোটের আস্থা, যৌথ প্রতিরক্ষা ও সাধারণ কৌশলগত উদ্দেশ্যের ভিত্তি ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলেছে। দ্য ইকোনমিস্টের মতে, যা ঝুঁকির মধ্যে রয়েছে তা কেবল আর্কটিকের একটি দ্বীপের ভবিষ্যত নয় বরং সমগ্র ট্রান্সআটলান্টিক নিরাপত্তা ব্যবস্থার সংকট।

দ্য ইকোনমিস্ট পত্রিকা, ন্যাটোর জন্য এই সংকটের পরিণতি অত্যন্ত গভীর বলে জোর দিয়ে লিখেছে: যদি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে সংযুক্ত করে, তাহলে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের ওপর ইউরোপীয়দের আস্থা ভেঙে পড়বে।

দ্য ইকোনমিস্ট জানিয়েছে: গ্রিনল্যান্ডের প্রতি আমেরিকার ক্ষুধার্ত দৃষ্টি একটি দ্বীপের চেয়ে অনেক বেশি মূল্য দিতে হতে পারে, যা শেষ পর্যন্ত ৭৫ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা মহাদেশব্যাপী একটি জোটের ক্ষতি বয়ে আনবে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।