ডিসেম্বর ৩১, ২০২১ ১৯:০০ Asia/Dhaka
  • ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, পশ্চিমবঙ্গে ৬০ দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত

ভারতে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ (শুক্রবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এ পর্যন্ত ১ হাজার ২৭০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ওমিক্রন আক্রান্তদের মধ্যে ৩৭৪ জন সুস্থ হয়েছেন।

দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। রাজধানীতে ৩২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কেরালা (১০৯), গুজরাট (৯৭), রাজস্থান (৬৯), তেলেঙ্গানা (৬২), তামিলনাড়ু (৪৬), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৬), হরিয়ানা (১৪), ওড়িশা (১৪) এবং পশ্চিমবঙ্গ (১১)। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।   

এ দিকে, দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে শুক্রবার পর্যন্ত ৭২ ঘন্টায় মোট ৬০ জন দন্তচিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রাজধানী কোলকাতার রফি  আহমেদ ডেন্টাল কলেজেই আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২৫ জন।    

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। মারা গেছেন ২২০ জন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দিল্লিতে 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে। ওমিক্রনের হুমকির কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ চালু রয়েছে।

মহারাষ্ট্র সরকার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাবলিক প্লেসে ৫ জনের বেশি লোকের প্রবেশ নিষিদ্ধ করেছে। যেকোনো বদ্ধ বা উন্মুক্ত স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠান নিষিদ্ধ।     

উত্তর প্রদেশেও রাত্রিকালীন কারফিউ কার্যকর রয়েছে। কোভিড প্রোটোকলের সাথে, বিয়ে ইত্যাদির মতো সর্বজনীন কার্যক্রমে ২০০ জন পর্যন্ত লোকের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রয়েছে।

কর্ণাটক সরকার রাতের কারফিউসহ পাবলিক প্লেসে নববর্ষ সম্পর্কিত সমস্ত অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।     

কেরালা সরকার ওমিক্রনের ক্রমবর্ধমান হুমকির মধ্যে রাজ্যে রাতের কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। রাতে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা রয়েছে।  

গুজরাটের আটটি শহরে (আহমেদাবাদ, ভাদোদরা, সুরাট, রাজকোট, ভাবনগর, জামনগর, গান্ধীনগর এবং জুনাগড়) রাত্রিকালীন কারফিউ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।   

হরিয়ানা সরকার রাত্রিকালীন কারফিউ জারিসহ বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করেছে।  

অসম সরকার নির্দেশ দিয়েছে ৩১ ডিসেম্বর রাজ্যে রাতের কারফিউ থাকবে না। নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে, রাত সাড়ে ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে, যদিও এটি ৩১ ডিসেম্বর রাতে প্রযোজ্য হবে না। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ