মুসলিমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং
(last modified Mon, 03 Jan 2022 14:08:56 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ২০:০৮ Asia/Dhaka
  • ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
    ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে কটাক্ষ করে তাকে জিন্নাহর সন্তান বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

‘মিম’ প্রধান ওয়াইসি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিধায়ক সুরেন্দ্র সিং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে  কটাক্ষ করে বলেন,  ‘ওয়াইসি সম্পূর্ণরূপে গণতান্ত্রিক ভারতের জিন্নাহ। দেশকে দুর্বল করে দেশ ভাগ করার ষড়যন্ত্র করছে। শুধু মুসলমানদের কাছে ভোট চাচ্ছে।এটা দেশের জন্য খুবই বিপজ্জনক!      

তিনি বলেন,  ‘গান্ধিজী ভারতের জন্য সম্মানিত, শ্রদ্ধেয়। আমি মুসলমানদের মধ্যে সকল মুসলমানকে না বলব। কিন্তু সন্ত্রাসী ও পাকিস্তানি ভাবনার মুসলিমরা শয়তান। এই ধরনের শয়তানি প্রবৃত্তির লোকদের দমন করা উচিত।’       

বিধায়ক সুরেন্দ্র সিং আরও বলেন, ‘ওয়াইসি আওরঙ্গজেবের আওলাদ। কিন্তু ওয়াইসি যদি আওরঙ্গজেবের সন্তান রূপে কাজ করেন, তাহলে মোদি,-যোগি এখানে শিবাজি রূপে জন্মেছেন তোমাকে দমন করার জন্য’ বলেও মন্তব্য করেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।         

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে তৎপরতা ও বাকযুদ্ধ শুরু হওয়ার মধ্যে ওয়াইসি সম্পর্কে আজ (সোমবার) উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ওই মন্তব্য প্রকাশ্যে এলো। একইসঙ্গে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাকে  মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সম্প্রতি ঘোষণা করেছেন ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বিধায়ক সুরেন্দ্র সিং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যোগি আদিত্যনাথ সরকারের প্রশংসা করে বলেন, ‘রাজ্যে এই প্রথম সরকার এমন যে, মুখতার আনসারির গুন্ডারা রাস্তায় হাঁটলে যোগির বুলডোজার তাদের পিছু পিছু চলে। তারপর বুলডোজার গুন্ডাদের পুরো ডোজ দিয়ে। এবং এ ধরণের লোকেরা ঠিক  যায়’ বলে মন্তব্য করেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ