অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য মুসলিমদের ধর্মীয় পরিচয়ের অবসান ঘটানো : ওয়াইসি
ভারতে বহুলালোচিত ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি/অভিন্ন দেওয়ানি বিধি) সমালোচনা করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
আজ (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি উদ্দেশ্য একটাই, মুসলমানদের ধর্মীয় পরিচয় শেষ করা। ওয়াইসি বলেন, এটা অভিন্ন দেওয়ানি বিধি নয়, বরং উত্তরাখণ্ড সরকার মুসলমানদের তাদের ধর্ম থেকে আলাদা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন হিন্দু অবিভক্ত পরিবারের জন্য ট্যাক্স ছাড়ে কেন কেবল একটি সম্প্রদায় সুযোগ পায়? মুসলিমরা কেন পায় না? আমাদেরকেও দিন। ওদের ৩ হাজার কোটি টাকা ট্যাক্স ছাড় দিয়েছেন। আমাদেরকেও তা দিন।
ওয়াইসি বলেন, বিজেপি নেতারা মুসলিম মহিলাদের সাথে তাদের সম্পর্কের কথা বলছেন, কিন্তু বিজেপির কোনো নেতা কী বিলকিস বানুর কাছে গিয়ে ক্ষমা চাইবেন? প্রসঙ্গত, ২০০২ সালে বিজেপিশাসিত গুজরাটে ভয়াবহ দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানু। ২০২২ সালে স্বাধীনতা দিবসের দিন ওই মামলায় দোষী সাব্যস্ত ১১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আগাম মুক্তির নির্দেশ দিয়েছিল গুজরাট সরকার। সম্প্রতি সেই নির্দেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ওই ইস্যুতে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এর আগে বলেছিলেন, বিলকিস বানুর ধর্ষকদের বিজেপিই মুক্ত করেছিল। বিলকিস বানু নিজের ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন এবং এটি মনে রাখা উচিত যে বিলকিস বানুকে নির্যাতনকারী ধর্ষকদের বিজেপিই মুক্ত করেছিল। বিজেপির লোকেরা তাদের (ধর্ষকদের) গলায় মালা পরিয়েছিল। গুজরাটের বিজেপি সরকার ধর্ষকদের সাহায্য করার জন্য কাজ করেছিল। ‘মিম’ প্রধান ওইয়াসি আজ সেই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন।ওয়াইসি হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ইসলামে বিয়ে একটি চুক্তি। তারা ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে তাদের প্রথা (হিন্দু) আমাদের উপর চাপিয়ে দিতে চায়।
তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে আসল উদ্দেশ্য হল ভারতের মুসলমানদের টার্গেট করা। একদিকে আপনি পিছিয়ে পড়া মুসলমানদের জন্য কুমিরের কান্না করছেন। কিন্তু অন্যদিকে, মুসলমানদের অধিকার হরণ করছেন। ওয়াইসি বলেন, দেশের সব নাগরিকের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক নেওয়ার নিয়ম আলাদা। এটা সবার ওপর চাপিয়ে দেওয়া যায় না। তিনি পাসমন্দা (অনগ্রসর) মুসলিমদের প্রতি বিজেপি নেতাদের সহানুভূতি নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে মুসলিম মহিলারা যে নৃশংসতার সম্মুখীন হয়েছে তার কী হবে?
প্রসঙ্গত, বিজেপিশাসিত উত্তরাখণ্ড সরকার অভিন্ন দেওয়ানি বিধির জন্য বিল পাস করেছে এবং বিজেপিশাসিত অসম সরকারও সে দিকে পদক্ষেপ নিচ্ছে।মুসলিমদের পক্ষ থেকে এর বিরোধিতা করা হচ্ছে, কারণ মুসলিম সম্প্রদায় অভিন্ন দেওয়ানি বিধিকে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে। অভিন্ন দেওয়ানি বিধির ফলে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন মুসলিমদের ধর্মীয় নেতারা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।