ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু, বড় বড় শহরে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে
(last modified Tue, 04 Jan 2022 13:01:37 GMT )
জানুয়ারি ০৪, ২০২২ ১৯:০১ Asia/Dhaka
  • ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু, বড় বড় শহরে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস ও এর নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত  বিগত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৩৭৯ টি করোনার নয়া সংক্রমণ রেকর্ড করা হয়েছে।  সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত ৪ লাখ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হল। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৭১ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। 

এদিকে, কোভিড টাস্ক ফোর্সের প্রধান এনকে অরোরা করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন। তিনি বলেন,  দেশে কোভিডের নয়ারূপ ধরা পড়ার পর জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা যায় ১২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। এরপর আরও এক সপ্তাহের মধ্যে সেই সংক্রমণের হার ২৮ শতাংশে পৌঁছেছে। সুতরাং, এ  থেকে স্পষ্ট সারা দেশে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। এবং দেশে কোভিডের তৃতীয় ঢেউ ঢুকে পড়েছে। এই তৃতীয় ঢেউ জুড়েই থাকবে ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঘটনা।    

ভারতে ওমিক্রন আক্রান্তদের বেশিরভাগই হচ্ছে বড় শহরের বাসিন্দা। ওমিক্রনে আক্রান্তদের ৭৫ শতাংশই পাওয়া গেছে দিল্লি, মুম্বাই এবং কোলকাতার মতো বড় বড় শহরে বলে জানিয়েছেন কোভিড টাস্ক ফোর্সের প্রধান এনকে অরোরা।

তিনি ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে উত্থাপিত উদ্বেগকে খারিজ করে দিয়েছেন। এটি সম্পূর্ণ নিরাপদ এবং কিশোর-কিশোরীদের কোনো  মেয়াদোত্তীর্ণ কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলেও এনকে অরোরা জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ