মুর্শিদাবাদে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে রেডিও তেহরানের প্রচারসামগ্রী বিতরণ
(last modified Tue, 14 Feb 2023 16:04:59 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ২২:০৪ Asia/Dhaka
  • মুর্শিদাবাদে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে রেডিও তেহরানের প্রচারসামগ্রী বিতরণ

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২তম বিশ্ব বেতার দিবস উদযাপন করল "মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার"। প্রায় অর্ধশতক ডিএক্সার -শ্রোতা এ দিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টুডেন্ট হেলথ হোমে মিলিত হয়েছিলেন। 

জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেতারপ্রেমী একদল শৌখিন মানুষের উপস্থিতিতে বিশ্ব বেতার দিবস উদযাপন সার্থক হয়ে উঠেছিল। অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবস নিয়ে আলোচনার পাশাপাশি বেতার ও ডিএক্সবিষয়ক একটি সুন্দর প্রদর্শনীরও ব্যবস্থা ছিল।

'মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার'-এর সভাপতি মুহাম্মদ হাদী সাহেবের সভাপতিত্বে এদিনের অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত সকল শ্রোতা বেতার নিয়ে তাঁদের স্মৃতিচারণা, বিশ্ব বেতার দিবসের প্রাসঙ্গিকতা এবং আগামীদিনে বেতার থেকে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী মুর্শিদাবাদের উপস্থাপক সাগর নীল বাগচী ও লেখক শ্রী কুণাল কান্তি দে। কুণাল কান্তি দে তাঁর বক্তব্যে বিশ্ব বেতার দিবসের পাশাপাশি এমাস যে ভাষারও মাস সে কথা স্মরণ করিয়ে দেন। ঐতিহাসিক ভাষা শহীদদের মধ্যে একজন ছিলেন (ভাষা শহীদ বরকত) এ জেলারই সন্তান; তাঁর সাথে তিনি সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের মনিটর এস এম নাজিম উদ্দিন। তিনি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের নানা দিক আলোচনার পাশাপাশি বর্তমানে রেডিও তেহরানের শ্রোতাবান্ধব নানা কর্মসূচি, প্রতিযোগিতা - পুরস্কার ও শ্রোতাদের নিয়ে নানা ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, 'বর্তমানে সারা পৃথিবীতে যে কয়েকটি বাংলা ভাষার জন্যে বিদেশি বেতার কেন্দ্র রেডিওতে তাদের অনুষ্ঠান প্রচার করছে, তাদের মধ্যে জনকপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান।

শ্রোতাদের মনঃপুত নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি শ্রোতাদের উৎসাহ বাড়াতে নানা ধরনের আয়োজন করে চলেছে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কারের ব্যবস্থা, সঙ্গে শংসাপত্র প্রদান করে শ্রোতাদের সম্মানিত করার ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রোতাদের নির্বাচিত লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে'র ওয়েবসাইটে ছবিসহ প্রকাশ করার মাধ্যমে শ্রোতাদের স্বীকৃতিদান একমাত্র রেডিও তেহরান ই করে থাকে।' অনুষ্ঠানে 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' মুর্শিদাবাদ'-এর সৌজন্যে রেডিও তেহরানের অনুষ্ঠানসূচি, পরিচিতি, স্টিকার ও শুভেচ্ছাকার্ড বিতরণ করা হয়। 

বেশ কয়েকজন ডিএক্সার-এর হাতে রেডিও তেহরানের স্মারকসম্বলিত পেন ও চাবির রিং উপহার প্রদান করা হয়। বিশ্ব বেতার দিবসের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারে'র সম্পাদক ও ডিএক্সার শিবেন্দু পাল, সহ-সভাপতি বিশ্বনাথ মণ্ডল ও কাশীনাথ মণ্ডল, মিল্টন চক্রবর্তী, তাঞ্জিলাল সিদ্দিকী, স্বরূপ চাঁদ মণ্ডল, সরস্বতী অধিকারী, অলোক অধিকারী, রফিকুল ইসলাম, পরিতোষ বন্দোপাধ্যায়সহ আরো অনেক বেতার প্রিয় শ্রোতা। এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও ডিএক্সার তরুণ মৈত্র, নিজামুদ্দিন শেখ, এস এম এ সুফিয়ান প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।