'বিজেপি নাগাল্যান্ড লুট করেছে'
খ্রিস্টান সমাজের উপর আক্রমণ হচ্ছে: মল্লিকার্জুন খাড়গে
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি বলেছেন, বিজেপি নাগাল্যান্ড লুট করেছে, খ্রিস্টান সমাজের উপর আক্রমণ হচ্ছে।
তিনি আজ (মঙ্গলবার) নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিমাপুরের ডিফুপার পাবলিক গ্রাউন্ডে একটি নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে বিজেপি’র তীব্র সমালোচনা করেন। খাড়গে এ সময়ে বিজেপিকে নাগাল্যান্ড লুটপাট করার জন্য অভিযুক্ত করে বলেন খ্রিস্টান সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। এ নিয়ে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ৯ বছর ধরে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
কংগ্রেস সভাপতি বলেন, ‘ভারতের সংবিধান অত্যন্ত শক্তিশালী। নাগাল্যান্ড লুট করেছে বিজেপি। মোদী শাসনে গত ৯ বছরে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ধর্ম ও বর্ণের নামে মানুষকে বিভক্ত করা হচ্ছে। ধনীদের আরও ধনী করা হচ্ছে। খ্রিস্টান সমাজের উপর হামলা হচ্ছে।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালে দাবি করেছিলেন যে নাগা বিবাদের সমাধান হয়েছে। কিন্তু বাস্তবে বিজেপি এবং এনডিপিপি নিছক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং কেবল বিভ্রান্তি তৈরি করেছে।নাগাল্যান্ডের মানুষ আর ফাঁপা প্রতিশ্রুতির শিকার হবে না।’
তিনি বলেন, ‘কংগ্রেস দল বিজেপির ঘৃণামূলক এজেন্ডার বিরুদ্ধে লড়াই করছে। নাগা পরিচয় একটি গর্বের বিষয়। এটি একই পরিচয় যা নিয়ে এনডিপিপি, বিজেপি এবং আরএসএসের সমস্যা রয়েছে। তারা এই বৈচিত্র্যের বিরুদ্ধে এবং একটি ভাষা, একটি সংস্কৃতি এবং একটি পরিচয় চাপিয়ে দিতে চায়।’
'গত ২০ বছর ধরে এনডিপিপি, এনপিএফ এবং বিজেপি নাগাল্যান্ড লুট করেছে। এখন সময় এসেছে যে জনগণ ন্যায়বিচার পাবে এবং এমন একটি সরকার গঠন করা উচিত যা জনগণের জন্য কাজ করবে’ বলেও মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি। নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিধানসভার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে।ফল ঘোষণা হবে ২ মার্চ। #
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২১