ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশের ১০ জওয়ানসহ নিহত ১১
(last modified Wed, 26 Apr 2023 13:09:15 GMT )
এপ্রিল ২৬, ২০২৩ ১৯:০৯ Asia/Dhaka
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশের ১০ জওয়ানসহ নিহত ১১

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের ভয়াবহ হামলায় পুলিশের ১০ জওয়ানসহ ১১ জন নিহত হয়েছেন।

আজ (বুধবার) নিহত ওই জওয়ানরা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন। নিহতদের মধ্যে জওয়ানদের বহনকারী এক গাড়ির চালকও রয়েছেন। ওই পুলিশ সদস্যরা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর অন্তর্গত ছত্তিশগড় পুলিশের একটি বিশেষ বাহিনী যা বেশিরভাগ স্থানীয় আদিবাসীদের নিয়ে গঠিত যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ‘দান্তেওয়াড়ার আরানপুর থানা এলাকায় মাওবাদী ক্যাডারের উপস্থিতির খবরে নকশাল বিরোধী অভিযানের জন্য যাওয়া ‘ডিআরজি’ বাহিনীর উপর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে আমাদের ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন চালকের শহিদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আমরা রাজ্যের সকল মানুষ তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা সবাই তাদের পরিবারের দুঃখে শরিক’ বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

ওই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে মাওবাদী হামলায় নিহত  জওয়ানদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, মাওবাদীরা আরানপুর সড়কে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়। এদিকে, মাওবাদীদের ওই হামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সমালোচনা করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রমন সিং। তিনি বলেন, এটা কাপুরুষোচিত হামলা, কিন্তু প্রতিটি হামলার পর বাঘেল একই কথা বলেন এবং তারপরেও বড় ধরনের হামলা হয়। 

তিনি বলেন, মাওবাদীদের বিরুদ্ধে কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একনাগাড়ে নিবিড় তল্লাশি অভিযান চালানো উচিত কারণ এ ধরনের হামলায় জওয়ানদের পাশাপাশি বেসামরিক মানুষজনও নিহত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান না চালানো হবে, ততক্ষণ এই সমস্যার শেষ হবে না বলেও মন্তব্য করেছেন সাবেক মুখ্যমন্ত্রী রমন সিং।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৬

ট্যাগ