দ্য কেরালা স্টোরি: পশ্চিমবঙ্গে প্রদর্শন নিষিদ্ধ; উত্তর প্রদেশে করমুক্ত
ভারতে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা 'দ্য কেরালা স্টোরি' নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। মুসলিম সমাজকে কোণঠাসা করতেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে মুসলমানদের অনেকেই মনে করছেন। এর ফলে শান্তি ও সৌহার্দ্য নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন অনেক রাজনীতিবিদ ও সমাজ বিজ্ঞানী।
এই আশঙ্কায় মুক্তির দুই দিন পরই তামিলনাড়ুর প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করে দেয় তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন। সেই একই আশঙ্কায় এবার সিনেমাটির প্রদর্শন বাতিল করা হলো পশ্চিমবঙ্গেও। এ রাজ্যের কোনো সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চালানো হলে মুখ্য সচিবকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হলো। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণের রাজ্য কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ছলেবলে কৌশলে ইসলাম গ্রহণে বাধ্য করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। বহু সংখ্যক নারী ধর্মান্তরিত হয়েছে বলে সিনেমাটিতে দাবি করা হয়েছে। মুসলিম নামধারী সন্ত্রাসী গোষ্ঠীকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তাতে ইসলাম ধর্ম সম্পর্কেই নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
এছাড়াও মুসলমানদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আরও মিথ্যাচার রয়েছে বলে জানা গেছে। তবে বিতর্কিত এই ছবির প্রশংসা করেছেন ভারতের বিজেপির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার রাজনৈতিক দল বিজেপি বিভিন্ন রাজ্যকে এই ছবিটিকে করমুক্ত ঘোষণার আহ্বান জানিয়েছে। এরিমধ্যে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ সরকার ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।