জুন ০১, ২০২৩ ১৯:৩০ Asia/Dhaka
  • 'মণিপুরে সহিংসতার তদন্ত করবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি'

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, মণিপুরে সহিংসতার তদন্ত করবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি আজ (বৃহস্পতিবার) মনিপুরের রাজধানী ইম্ফলে একটি  সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখার ওই মন্তব্য করেন।

গত (সোমবার) থেকে চার দিনের জন্য মণিপুর সফরে আসেন অমিত শাহ। আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘মণিপুরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) গঠনের পর থেকে রাজ্যটি উন্নয়নের পথে এগিয়ে গেছে। কিন্তু বিগত দিনে সংঘটিত সহিংস ঘটনায় এখানে কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছি। শান্তি কমিটি গঠন করা হচ্ছে।’   

তিনি বলেন, ‘মণিপুরে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় বছর থেকে মণিপুর বনধ, কারফিউ এবং সহিংসতা থেকে মুক্ত ছিল। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের সমস্ত মাপকাঠিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত এক মাসে মণিপুরে সহিংস ঘটনা ঘটেছে, সহিংসতায় মারা যাওয়া নাগরিকদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী মোদী ও আমার পক্ষে এবং ভারত সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’   

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,  ‘গত কয়েকদিনে আমি ১১টি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। সর্বস্তরের মানুষের সঙ্গে কথা হয়েছে। নারীদের সঙ্গেও কথা বলেছি। অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেছি। আমি নাগরিকদের প্রতিনিধিদল এবং মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সাথেও বৈঠক করেছি। শান্তি প্রতিষ্ঠায় নারী প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গেও আলোচনা হয়েছে। গত ৯ এপ্রিল মণিপুর হাইকোর্টের তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে এখানে দুই গোষ্ঠীর মধ্যে জাতপাত ও হানাহানি শুরু হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় পক্ষকেই কাজ করতে হবে। একটি ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজও প্রস্তুত করা হয়েছে। যারা সহিংসতায় প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের জন্য কেন্দ্রীয় সরকার ৫ লাখ টাকা এবং মণিপুর সরকার ৫ লাখ টাকা দেবে।’

অমিত শাহ আজ আরও বলেন,  সহিংসতার কারণ এবং সহিংসতার জন্য কারা দায়ী তা তদন্ত করতে ভারত সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্টের প্রধান বিচারপতি  স্তরের বিচারকের বিচার বিভাগীয় কমিশন গঠন করে এই সমস্ত বিষয়গুলো তদন্ত করবে। সহিংসতার সব ঘটনা তদন্ত করা হবে। (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) ‘সিবিআই’ও সেগুলোর কয়েকটির তদন্ত করবে। আমি মণিপুরের জনগণকে আশ্বাস দিচ্ছি যে তদন্ত কোনও পক্ষপাতিত্ব এবং বৈষম্য ছাড়াই হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি মণিপুরের সমস্ত মানুষের কাছে আবেদন করছি, দয়া করে গুজবে কান দেবেন না এবং রাজ্যে শান্তি বজায় রাখুন। শান্তির কারণে গত ছয় বছর ধরে রাজ্যে উন্নয়নের যুগ চলছিল। আমি সাসপেনশন অফ অপারেশন গ্রুপকে একটি জোরালো বার্তা দিতে চাই যে চুক্তির যেকোনো ধরনের লঙ্ঘন, যেকোনো ধরনের বিচ্যুতি কঠোরভাবে বিবেচনা করা হবে এবং এটি চুক্তি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। চুক্তির শর্তাবলী মেনে চলুন। অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ আগামীকাল থেকে চিরুনি তল্লাশি অভিযান শুরু করবে। যাদের কাছে অস্ত্র রয়েছে তাদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। আগামীকাল থেকে তল্লাশি অভিযান শুরু হবে, কারও কাছে অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, মণিপুরে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ ও অন্যান্য সুবিধার জন্য ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপশিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা হলে গত ৩ মে থেকে ‘কুকি’ ও ‘মেইতেই’ সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিংসতা শুরু হয়। এরফলে সেখানে  এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এ ছাড়া শতাধিক বাড়িঘরে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কমপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ অন্যত্র পালিয়ে গেছে। বিরোধীরা ওই ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে।   

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১               

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ