পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান; বিশ্লেষকদের নানা আশঙ্কা
-
শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেদেশের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছেন। এই সংস্থা পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে। বিশ্লেষকদের মতে, এটা এক ধরণের পারমাণবিক সতর্কবার্তা, এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়।
আজ ভোরে পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান।
পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলছে। গত বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জবাবে তারা পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। সে রাতেই ভারতের পাঁচটি জঙ্গিবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান।
এরপর ভারত থেকে ইসরাইল-নির্মিত ড্রোনের সাহায্যে হামলা চালানো হয় বলে পাকিস্তান দাবি করেছে। এর পর থেকে দফায় দফায় পাকিস্তান থেকেও ভারতে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আজ ভোরেও পাকিস্তানের রাওয়ালপিন্ডিসহ অন্তত তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ। এর জবাবে অপারেশন 'বুনিয়ান-উন-মারসুস' শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই অভিযানকে সফল বলেছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।