জুন ০২, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • প্রশান্ত রায় বসুনিয়া
    প্রশান্ত রায় বসুনিয়া

ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় প্রকাশ্য দিবালোকে বাসায় ঢুকে প্রশান্ত রায় বসুনিয়া নামে এক বিজেপি নেতাকে গুলি করে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

আজ (শুক্রবার) চাঞ্চল্যকর ওই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,  'পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তার দাবি দিনহাটায় শয়ে শয়ে তৃণমূল কর্মী আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন।' 

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন বিধায়ক শুভেন্দু। পুলিশি তদন্তকে প্রভাবিত করতে পারে রাজ্যের শাসক দল, সেজন্য তিনি কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ‘সিবিআই’ তদন্তেরও দাবি জানিয়েছেন।      

বিজেপি সূত্রে খবর, নিহত প্রশান্ত রায় বসুনিয়া দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ, ওই হত্যার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। বিজেপির ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

এ প্রসঙ্গে আজ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, ‘প্রশান্ত রায় বসুনিয়া অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে বলে মনে হয় না। কারা, কেন গুলি করেছে তা দেখার দায়িত্ব আমার নয়। তৃণমূল এই ঘটনায় জড়িত নয়। তার উপর কে হামলা করেছে তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই। তৃণমূলের মাথাব্যথা ছিল একটা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তি, যাতে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়  সেজন্য প্রশাসনকে বলেছি। আজকে কেন তাকে গুলিবিদ্ধ হতে হল, কে তাকে গুলিবিদ্ধ করল পুলিশ এ সব খতিয়ে দেখবে’ বলেও মন্তব্য করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ।# 

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২               

ট্যাগ