জুন ০৭, ২০২৩ ২০:৪০ Asia/Dhaka
  • মমতা বন্দোপাধ্যায়
    মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক ভয়াবহ রেল দুর্ঘটনাকে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অ্যাকসিডেন্ট এবং একে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে ওই মন্তব্য করেন।  

রেল দুর্ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ তদন্ত প্রসঙ্গে বলেন, সিবিআই কী করবে? ক্রিমিনাল কেস হলে তো ‘সিবিআই’ কিছু করবে। পুলওয়ামা দেখেননি? তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ‘ধামাচাপা’ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল! কোনও প্রমাণ নেই।’

মমতা বলেন, ‘আমি চাই, সত্যিটা বেরিয়ে আসুক। কিন্তু সকাল থেকে রাজ্যে ‘সিবিআই’কে  পাঠিয়ে দিয়েছে দিল্লি। কোলকাতার ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে! নগরান্নয়নে ঢুকে গেছে! এবার  কী  বাথরুমেও  ঢুকবে নাকি ? জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ‘ধামাচাপ’ দেওয়া যায় না। প্রত্যেকটা আত্মার আত্মীয়রা কাঁদছে। আত্মাগুলো কাঁদছে। মনে রাখবেন তাদের শান্তি ফিরিয়ে দিতে হবে। তাদের আপনজনকে ফিরিয়ে দিতে হবে। আপনজনকে আপনারা ফিরিয়ে দেননি, কেড়ে নিয়েছেন। তারা কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু সঠিক ব্যবস্থা হোক, তদন্ত হোক। মিথ্যে কথা বলে আগুনকে কখনও ছাই চাপা দেওয়া যায় না।’

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে  আজ (বুধবার) সকাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিয়েছে সিবিআই। সিবিআই  কর্মকর্তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় পৌঁছন। তার আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআইয়ের একটি টিম। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এতবড় রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার রাজ্যে সিবিআইকে পাঠিয়েছে।    

পার্সটুডে/এমএএইচ/৭              

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ