জুন ০৮, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • সিবিআইকে কটাক্ষ তৃণমূল বিধায়ক মদনের, ‘পাগলের প্রলাপ’ বললেন বিজেপি নেতা সজল

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র কেন্দ্রীয় কয়েকটি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।

রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বরানগরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে  বলেন, ‘একটা প্রস্তাব আছে বিজেপির কাছে। রোজ চুলকোবেন না। একদিন চুলকন। আপনি একা আসবেন না। সঙ্গে (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) সিবিআই, ইডি, এনআইএ, র, ডিআরআইএ, নেভি, আর্মি, যা যা আছে সব নিয়ে আসুন। রোজ চুলকোবেন না। বেশি চুলকোলে কিন্তু ঘা হয়ে যাবে।’

তৃণমূল বিধায়ক মদন বাবু কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে না জানালে, রাস্তায় আটকে যেতে পারেন। সারা বাংলায় এমন সভা হবে যে  ইডি, সিবিআই ঢোকার মত রাস্তা খুঁজে পাবে না।' 

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) তৃণমূল বিধায়ক মদন মিত্রকে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘এত বড় বড় ভাষণ দিচ্ছে ইডি-সিবিআই রাস্তা ভুলে যাবে! কলার ধরে টেনে দু’বছর জেলে ভরে রেখেছিল সিবিআই। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, হাতে পায়ে ধরে সে জেল থেকে বেরিয়েছে। এ গুলো কিছু না, এ গুলো হচ্ছে ‘পাগলের প্রলাপ’। রাজনীতিতে টিকে থাকার একটা সহজ রাস্তা এখন হচ্ছে তুমি কিছু ভুলভাল বলো, ভুলভাল করো যেগুলো সাধারণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে সারাদিন তোমায় টিভিতে দেখানো হবে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ।  #      

পার্সটুডে/এমএএইচ/৮             

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ