জুন ০৮, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka
  • মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ
    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজ্যের নয়া মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ এক সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে  ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে ৮ জুলাই, শনিবার। মনোনয়নপত্র  জমা শুরু আগামীকাল ৯ জুন থেকেই।’ একইসঙ্গে তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। এর ফলে রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না।

নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, আগামীকাল ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা শুরু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ জুন। ১৭ জুন স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা। ভোটগণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে রাজ্যের নয়া মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ  প্রথমে বলেন, সাধারণত ভোট গ্রহণের ১/২ দিন পরে। এ ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী করা হবে। পরে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে।

রাজ্যে মোট ২২টি জেলায় ৩ হাজার ৩১৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩ টি। আগামী ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট হবে।

এ প্রসঙ্গে আজ তৃণমূল নেতা ও মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন, ‘যে ছাত্র সারা বছর পড়াশোনা করে, তাকে ভাবতে হয় না যে, পরীক্ষার তারিখ কবে ঘোষণা হবে, তাকে ভাবতে হয় নে যে, আমি পাশ করব কী ফেল করব। তৃণমূল কংগ্রেস সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করে। তাই তৃণমূল কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী যে সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে যেমন থাকে, নির্বাচনের সময় ঠিক সেভাবেই মানুষও তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে’ বলে মন্তব্য করেন তৃণমূল নেতা ও মুখপাত্র শান্তনু সেন এমপি।    

পার্সটুডে/এমএএইচ/৮             

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ