জুন ১৭, ২০২৩ ২১:৩০ Asia/Dhaka
  • গুজরাটে বেআইনিভাবে দরগাহের নির্মাণের অভিযোগে ব্যাপক তোলপাড়

ভারতে বিজেপিশাসিত গুজরাটের জুনাগড়ে অবৈধভাবে একটি দরগাহ নির্মাণের অভিযোগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

অবৈধ নির্মাণের অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পর উত্তেজিত জনতা পাথর নিক্ষেপ করে এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ক্ষুব্ধ জনতার হামলার মুখে পুলিশের একজন ডেপুটি এসপি, ও অন্য পুলিশ সদস্যরা আহত হয়েছেন। 

গতকাল (শুক্রবার) দিবাগত রাতের ওই ঘটনায় ক্ষুব্ধ জনতা বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেয়। মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি ও লাঠিচার্জ করতে হয়। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাতপিড অ্যাকশন ফোর্সের (র্যা ফ) জওয়ান মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ক্যাম্প করছে। ওই ঘটনার পরপরই সিটি এসপি ওয়াসম তেজা শেট্টি এবং আইজি মনোজ চাভদা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।    

জানা গেছে, জুনাগড়ের দরগাহ সম্পর্কে বেআইনি নির্মাণের নোটিশ দিয়েছিল প্রশাসন। এলাকার লোকজন এর বিরোধিতা করে। শুক্রবার রাতে এই ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জুনাগড়ে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়। যে  দরগাহকে সরানোর নোটিশ দেওয়া হয়েছিল তা মাজেওয়াড়ি গেটের ঠিক সামনেই অবস্থিত। এটি অপসারণের জন্য, পৌর কর্পোরেশনের তরফে সিনিয়র টাউন প্ল্যানারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। নোটিশে অভিযোগ করে বলা হয়, এই ধর্মীয় স্থানটি অবৈধভাবে নির্মিত হয়েছে। পাঁচ দিনের মধ্যেই ধর্মীয় স্থানটির আইনগত বৈধতার প্রমাণ উপস্থাপন করতে হবে, অন্যথায় এটি ভেঙে দেওয়া হবে এবং আপনাদেরকে এর জন্য খরচ বহন করতে হবে। পৌর  কর্পোরেশনের কর্মকর্তারা ধর্মীয় স্থান (দরগাহ) ভাঙার নোটিশ দিতে পৌঁছেছিলেন। নোটিশ পড়ে লোকজন জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ বাধা দিতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে।

জানা গেছে, সন্ধ্যা সাতটা থেকে মানুষ জড়ো হতে থাকে এবং রাত নয়টার মধ্যে ২০০/৩০০ লোক এসে দরগাহ ঘিরে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে তারা পাথর নিক্ষেপ করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের এক ডেপুটি এসপি ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।#           

 

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ