ডলারের সামনে এখন দুই প্রতিদ্বন্দ্বী: পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
https://parstoday.ir/bn/news/world-i149614-ডলারের_সামনে_এখন_দুই_প্রতিদ্বন্দ্বী_পরিস্থিতি_কোন_দিকে_যাচ্ছে
পার্সটুডে- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি'র প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেছেন, ইউরো বিশ্বে মার্কিন ডলারের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২৫ ১৫:৪৭ Asia/Dhaka
  • ক্রিস্টিন লাগার্ড
    ক্রিস্টিন লাগার্ড

পার্সটুডে- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি'র প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেছেন, ইউরো বিশ্বে মার্কিন ডলারের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক ব্যাংক এবং বিনিয়োগ তহবিলগুলোর ব্যবস্থাপকেরা এই বলে সতর্ক করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির নীতি এবং এর ফলে সৃষ্ট বাণিজ্যিক বাধার কারণে ডলারের অবস্থান ঝুঁকির মধ্যে রয়েছে। তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড গত সপ্তাহে বলেছেন, ২০ সদস্য দেশ নিয়ে গঠিত ইউরোজোন যদি নিজের আর্থিক ও নিরাপত্তা কাঠামো সংস্কার করতে পারে, তাহলে এই মুদ্রা বিশ্বে মার্কিন ডলারের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারবে।

লাগার্ড জোর দিয়ে বলেন, আমেরিকার আর্থিক নীতি বিশ্বব্যাপী ডলারের উপর নির্ভরতা পুনর্বিবেচনা করতে বিনিয়োগকারীদেরকে বাধ্য করেছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ইউরোর বিশ্বায়নের ভিত্তি প্রস্তুত করেছে। তবে ইউরো স্বয়ংক্রিয়ভাবে বাজারের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে এমনটি নয়, বরং লড়াই করতে হবে।

তবে লাগার্ড বিষয়টিকে যেভাবে দেখছেন বাস্তবতা ইউরোর জন্য ঠিক সেরকমও নয়। নানা তথ্য-প্রমাণ বলছে, ইউরোও বিশ্বব্যাপী ডলারের জন্য একই ধরণের সমস্যার সম্মুখীন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে মস্কো ও তার বাণিজ্যিক অংশীদারেরা ডলার ও ইউরো বাদ দিয়ে জাতীয় মুদ্রার দিকে ঝুকেছে। জাতীয় মুদ্রা ও ইউরো উভয়ই বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

রাশিয়ার সরকারি সূত্রগুলোর তথ্য মতে, গত বছর ব্রিকস সদস্যদের সাথে রাশিয়ার বাণিজ্যের ৯০ শতাংশই সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব মুদ্রায় সম্পন্ন হয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।