খেলাধুলা| ২০২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ রাতে: মুখোমুখি ইন্টার-পিএসজি
https://parstoday.ir/bn/news/world-i149640-খেলাধুলা_২০২৫_উয়েফা_চ্যাম্পিয়ন্স_লিগের_ফাইনাল_আজ_রাতে_মুখোমুখি_ইন্টার_পিএসজি
পার্সটুডে- ২০২৫ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ রাতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩১, ২০২৫ ১৮:৫৬ Asia/Dhaka
  • ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জপদক নিয়ে ইরানি মুয়ে থাই ক্যারাভানের সফল সমাপ্তি
    ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জপদক নিয়ে ইরানি মুয়ে থাই ক্যারাভানের সফল সমাপ্তি

পার্সটুডে- ২০২৫ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ রাতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্রিমিয়ার ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার ৭০তম আসর। ৬৪ টি দল নিয়ে শুরু হয়েছিল উয়েফা চাম্পিয়ন্স লিগ।

উয়েফা কাপ

পার্সটুডে জানিয়েছে, এই ম্যাচটি আজ রাত ১২:৩০ মিনিটে মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় শুরু হবে। আর মুখোমুখি হবে ইন্টার মিলান ফুটবল ক্লাব এবং প্যারিস সেন্ট-জার্মেইন বা পিএসজি ফুটবল ক্লাব।

বিজয়ী দল ২০২৫ সালের ইউরোপীয় সুপার কাপে( ২০২৪-২০২৫) সালের ইউরোপা লিগের বিজয়ীর বিরুদ্ধে খেলবে।

২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ নিয়ে ইরানি মুয়ে থাই ক্যারাভানের সফল সমাপ্তি

আন্টালিয়ায় আজ মুয়ে থাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। গত ২২ শে মে ৭৫ টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।

মুয়ে থাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি দল দুটি বিভাগে যেসব ইভেন্টে অংশগ্রহণ করেছে সেগুলো হচ্ছে:  পুরুষ এবং মহিলা, প্রাপ্তবয়স্ক এবং অনূর্ধ্ব-২৩ বিভাগে।

এই প্রতিযোগিতায় ইরানি খেলোয়াড় আসাল জাফারানলু মিশ্র অনূর্ধ্ব-২৩ ফর্মে এবং প্যারা-মিডলওয়েটে মতিন পানাঘি দুটি স্বর্ণপদক জিতেছেন, দিনা কালভান্দি প্রাপ্তবয়স্কদের মিশ্র ফর্মে একটি রৌপ্যপদক এবং আলী আসগর আব্বাসি, আলীরেজা জেইনালি ও আরেজো দৌস্তিয়ান কুস্তি বিভাগে তিনটি ব্রোঞ্জপদক পেয়েছেন।

এছাড়াও, আসাল জাফারানলু মহিলাদের একক ফর্মে দুটি ব্রোঞ্জ এবং আসাল জাফারানলু এবং দিনা কালভান্দির দল দুটি ব্রোঞ্জপদক জিতেছে।#

পার্সটুডে/জিএআর/৩১