জুলাই ০১, ২০২৩ ১৭:৫১ Asia/Dhaka
  • মহারাষ্ট্রে বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত ২৬, আহত ৭

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন ধরে যাওয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কমপক্ষে ৩ টি শিশুও রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ নাগাদ মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ওই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের বুলধানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (শনিবার)পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার গভীর রাতে বাসটিতে আগুন ধরে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান,বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।   বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, ‘বাস থেকে কমপক্ষে ২৫টি লাশ বের করা হয়েছে। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

প্রত্যক্ষদর্শীদের মতে, চালক বাসের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। বাসটি প্রথমে একটি লোহার খুঁটিতে ধাক্কা মারে। এরপর রাস্তার মাঝখানে নির্মিত কংক্রিটের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসটি বাম দিকে উল্টে যায়, যার ফলে বাসের দরজা নিচে চাপা পড়ে যায়। এমতাবস্থায় বাস যাত্রীদের কাছে বেরোনোর কোনও পথ ছিল না। জানা গেছে, কয়েকজন জানালার কাঁচ ভেঙে কোনোক্রমে বেরোতে সমর্থ হন। পুলিশ বাস থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে। মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় লাশ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন বলেন, উল্টে যাওয়ায় বাসটির ডিজেল ট্যাংক বিস্ফোরিত হয়। এরফলে সড়কে ডিজেল ছড়িয়ে পড়ে। এ থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা বাসে আগুন ধরে যায়। কয়েকজন ছাড়া সবাই অগ্নিদগ্ধ হয়েছে।#   

পার্সটুডে/এমএএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

   

 

ট্যাগ