ইমাম হত্যা মামলায় অভিযুক্তদের মুক্তি দিতে ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ অভিযান চলছেই 
(last modified Mon, 07 Aug 2023 07:46:55 GMT )
আগস্ট ০৭, ২০২৩ ১৩:৪৬ Asia/Dhaka
  • ইমাম হত্যা মামলায় অভিযুক্তদের মুক্তি দিতে ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ অভিযান চলছেই 

ভারতে বিজেপিশাসিত হরিয়ানার একটি মসজিদের ইমাম হত্যায় জড়িত যুবকদের মুক্তি দিতে পুলিশকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে মহাপঞ্চায়েত। একইসঙ্গে পঞ্চায়েত সেক্টর ৫৭ তে অবস্থিত আঞ্জুমান মসজিদটি অপসারণের দাবি জানিয়ে বলেছে, এই এলাকাটি হিন্দু অধ্যুষিত।

গতকাল (রোববার)হরিয়ানার গুরুগ্রামের তিগরি গ্রামে হিন্দু সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত একটি মহাপঞ্চায়েতে (জনসমাবেশ) এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখতে ১০১ জনের একটি কমিটি গঠন করেছে। পঞ্চায়েত বলেছে, যুবকদের মুক্তি না দিলে একটি 'বড় সিদ্ধান্ত' নেওয়া হবে। 
সম্প্রতি হরিয়ানার নূহতে উগ্রহিন্দুত্ববাদী বিশ্বহিন্দু পরিষদের একটি শোভাযাত্রায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর উভয়পক্ষের মধ্যে পাথর ও গুলিবর্ষণের ঘটনা সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত হয়। সেই ঘটনার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি মসজিদে হামলা চালিয়ে মুহাম্মদ সাদ (২২) নামে মসজিদের ইমামকে হত্যা করে। ওই ঘটনায় খুরশিদ নামে আরও একজন আহত হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। 

হরিয়ানার গুরুগ্রামে মহাপঞ্চায়েত

গুরুগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদায়ী কাউন্সিলর মহেশ দাইমা বলেছেন, ইমাম হত্যা মামলায় গ্রাম থেকে গ্রেফতার হওয়া চার যুবকের মুক্তি এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবিতে কমিটি সোমবার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করবে। তিনি বলেন, একই ধরনের দাবি নিয়ে সমস্ত বিধায়ক ও মন্ত্রীদের কাছেও স্মারকলিপি দেওয়া হবে। পঞ্চায়েতের দাবি- গ্রামে পুলিশ ঢোকা এবং লাগাতার অভিযান চালানো নিষিদ্ধ করা হোক।
মুহম্মদপুর গ্রামের সরপঞ্চ আত্তার সিং-এর সভাপতিত্বে টিগরা গ্রামে মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়। ১৪৪ ধারা জারি সত্ত্বেও, আশেপাশের ১০০ টিরও বেশি গ্রামের প্রায় ৭০০ জন এতে অংশ নিয়েছিল। পঞ্চায়েতে সদস্যদের মধ্যে রয়েছেন সোহনার বর্তমান ও সাবেক বিধায়ক সঞ্জয় সিং এবং তেজপাল তানওয়ার এবং বেশ কয়েকজন কাউন্সিলর ও সরপঞ্চ। শ্রী সিং ও তানওয়ার দু’জনেই হিন্দুত্ববাদী বিজেপি নেতা। ওয়াজিরাবাদ গ্রামের সাবেক সরপঞ্চ সুবে সিং বোহরা বলেন, গ্রেফতারকৃত যুবকরা নির্দোষ। তাদেরকে মুক্তি না দিলে গ্রামবাসীরা সম্মিলিতভাবে গ্রেফতারবরণ করবে। 
জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কুলভূষণ ভরদ্বাজ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের পদত্যাগ দাবি করে বলেছেন, তিনি সন্ধ্যা পর্যন্ত নূহতে যে সহিংসতা ছড়িয়ে পড়ে সে সম্পর্কে অবগত ছিলেন না। তিনি বলেন, ‘আমরা এমন মুখ্যমন্ত্রী চাই না। তার পদত্যাগ করা উচিত। আমাদের এ সময়ে যোগী আদিত্যনাথের (বিজেপির ফায়ারব্রান্ড নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী) মতো মুখ্যমন্ত্রী দরকার, না হলে উত্তর প্রদেশে নূহকে নিয়ে নিন। এ ধরনের সহিংসতা আর সহ্য করা হবে না’ বলেও কুলভূষণ ভরদ্বাজ মন্তব্য করেন।  

মহাপঞ্চায়েত

এদিকে, হরিয়ানার নূহতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কারফিউ অব্যাহত রয়েছে। আগামীকাল ৮ আগস্ট পর্যন্ত এখানে ইন্টারনেট বন্ধ থাকবে। অন্যদিকে, আজ রাত ১২টা পর্যন্ত পালওয়ালে ইন্টারনেট বন্ধ থাকবে। 
এদিকে, নূহতে সাম্প্রদায়িক সহিংসতার পরে হরিয়ানার হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বুলডোজার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল (রোববার) সহিংসতা কবলিত নূহতে প্রশাসন একটি হোটেলসহ বেশ কিছু স্থাপনা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। নূহে বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রার সময় সহিংসতা শুরু হলে এই জায়গাগুলো থেকে মিছিলে পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। 
নূহের নলহার রোড চকের কাছে একটি তিনতলা সাহারা হোটেল, একটি রেস্তোরাঁ ও টাইলসের একটি শোরুম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসডিএম অশ্বনী কুমার বলেন, এই নির্মাণগুলো বেআইনি এবং সহিংসতার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপের সময়ে ব্যবহার করেছিল। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সাহারা হোটেলের ছাদ থেকে লোকজন পাথর নিক্ষেপ করে ও গুলি চালায়। তিনি বলেন, হোটেল  মালিক সব জানলেও তিনি অপরাধীদের পাথর জড়ো করতে বাধা দেননি। চারটি বুলডোজার দিয়ে ৪ ঘণ্টায় হোটেলটি গুঁড়িয়ে দেওয়া হয়। 
নূহের জেলা প্রশাসক ধীরেন্দ্র খড়গাতা বলেন, জেলায় অবৈধ নির্মাণ ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। জানা গেছে, গত কয়েকদিনে এ পর্যন্ত ৩৭টি স্থানে ৫৭ দশমিক ৫ একর জমি থেকে অবৈধ নির্মাণ অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত নূহতে ১৬২টি স্থায়ী ও ৫৯১টি অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। নূহের পুনহানা, পিংগানওয়া, নাগিনা, তৌরু ও ফিরোজপুর ঝিরকাতে প্রশাসনের বিভিন্ন দল আধাসামরিক বাহিনী ও পুলিশের সাথে পৌঁছে উচ্ছেদ অভিযান চালিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/০৭  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন  

   

ট্যাগ