সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৫:৪৯ Asia/Dhaka
  • ভারতে জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে দেয়ার দাবি

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা পুরোপুরি বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় একটি আন্দোলন জোরদার হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বুধবার গেরিলাদের সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর এই দাবি উঠেছে।

শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের খেলায় ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে পরাজিত করার  পর এই আন্দোলন শুরু হলো।

গত বুধবার কাশ্মিরের অনন্তনাগ জেলার গারোল গ্রামে গেরিলাদের বিরুদ্ধে এক যৌথ অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর দু’জন কর্মকর্তা এবং কাশ্মির পুলিশের একজন অফিসার গেরিলাদের গুলিতে নিহত হন। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, লশকরে তৈয়েবার সঙ্গে সংশ্লিষ্ট রেসিস্টেন্স ফ্রন্ট ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তাদের কমান্ডার রিয়াজ আহমেদ হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর গতকাল (শুক্রবার) বলেছেন, পাকিস্তান ‘সীমান্ত অতিক্রমী’ সন্ত্রাসবাদ বন্ধ না করলে ভারত আর কখনও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট ম্যাচ খেলবে না। অনন্তনাগের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে দেয়ার প্রবল দাবি ওঠার পর অনুরাগ ঠাকুর এ সতর্কবাণী উচ্চারণ করেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইর সাবেক সভাপতি ঠাকুর শুক্রবার বলেন, “বিসিসিআই বহু আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান যদি সীমান্ত অতিক্রমী সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে ওই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।”

২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত ক্রিকেট পাগল দুই জাতি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় কোনো সিরিজ অনুষ্ঠিত হয়নি। এই ১০ বছরে দুই দেশ শুধুমাত্র বিশ্বকাপ ক্রিকেট বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পরস্পরের মুখোমুখি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ