কংগ্রেসের জন্যই নরেন্দ্র মোদী দু’বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন : ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেছেন, কংগ্রেসের ব্যর্থতার জন্যই নরেন্দ্র মোদী দু’বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
সম্প্রতি কংগ্রেস দল ‘মিম’কে বিজেপির বি-টিম বলে অভিহিত করেছে। এর পাল্টা জবাবে ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। গতকাল (রোববার) রাজস্থানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওয়াইসি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অশোক গেহলটকে টার্গেট করে বলেন, ‘বিজেপিকে পরাজিত করার দায়িত্ব কেবল আপনারা আসাদউদ্দিন ওয়াইসির উপর চাপাতে পারেন না। বিজেপিকে পরাজিত করার দায়িত্ব কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অশোক গেহলটদের রয়েছে। আমার চেয়ে বেশি দায়িত্ব আপনাদের আছে। কারণ, আজ বিজেপি ক্ষমতায় আছে, অশোক গেহলট ও রাহুল গান্ধীর জন্য নরেন্দ্র মোদী দুইবার করে এ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আমার জন্য নয়। ওদের অপদার্থতার জন্য, দ্বিমুখী নীতির কারণে এবং এদের মিথ্যা প্রতিশ্রুতির জন্য বিজেপি সফল হয়ে যায়।’
প্রসঙ্গত, সম্প্রতি তেলেঙ্গানার কমলানগরে একটি নির্বাচনী সমাবেশে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছিলেন, ‘যেখানেই কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সেখানেই বিজেপিকে সাহায্য করার জন্য ‘মিম’ প্রত্যেক নির্বাচনী ক্ষেত্রে প্রার্থী দেবে। অসম হোক, মহারাষ্ট্র হোক বা রাজস্থান, সব জায়গায় বিজেপিকে সাহায্য করতে এগিয়ে আসে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)।
এরপর থেকে কংগ্রেসের প্রতি বেজায় চটেছেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি বিজেপির সাফল্যের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। ওয়াইসি কংগ্রেসকে টার্গেট করে বলেছেন, কংগ্রেস আমার সম্পর্কে কী বলে তাতে আমার কিছু যায় আসে না। ওয়াইসি বলেন, ‘কংগ্রেস আমার সম্পর্কে কী বলে তা আমি পরোয়া করি না, আপনারা আমাকে যত বেশি গালি দেবেন, আমি তত রাতে ভালো ঘুমাতে পারি। আপনাদের অভিযোগ আমার সাহস আরো বাড়িয়ে দেয়, আমার চেতনাকে আরো বাড়িয়ে দেয়’ বলেও মন্তব্য করেছেন মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
আগামী নভেম্বরে রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচন হবে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এরইমধ্যে মাঠে নেমেছেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।