অক্টোবর ২৯, ২০২৩ ২১:১৭ Asia/Dhaka
  • জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শামিল খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা-কর্মীরা

পশ্চিমবঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন এলাকায় পথে নেমে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল। গতকাল (শুক্রবার) কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ‘ইডি’র হাতে গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ওই ঘটনার প্রতিবাদে গতকাল (শনিবার) রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রামে এক প্রতিবাদ মিছিলে শামিল হন। এছাড়া ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষসহ তৃণমূলের জনপ্রতিনিধিরা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ বলেন, ‘১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এনিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে ‘ইডি-সিবিআই’ তদন্ত হচ্ছে, যাতে অন্দোলনের অভিমুখ ঘুরে যায়, এটাই মূল বক্তব্য ছিল মিছিলের।’ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেছেন মন্ত্রী রথীন ঘোষ।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের প্রতিবাদে আজ বারাসত এবং গোবরডাঙাতেও মিছিল করে তৃণমূল। বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে বারাসত চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেতা-কর্মীরা। সাধারণ মানুষের নজর ঘোরাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি বিধায়ক নারায়ণ গোস্বামীর।

গোবরডাঙায় প্রতিবাদ মিছিল হয় স্থানীয় পুরসভার চেয়ারম্যান শংকর দত্তের নেতৃত্বে। রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি নির্দোষ বলে দাবি করেছেন।

অন্যদিকে, এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ  বিজেপিকে টার্গেট করে বলেছেন, ওরা নিজেদের মুখ লুকোতে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি একশো শতাংশ চক্রান্ত। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর মধ্যে ওই গাদ্দার, বেইমান, বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র আছে। তৃণমূলে থেকে সপরিবারে সমস্ত সুবিধা নেওয়ার পর এরা বিজেপিতে গেছে। সারদা-নারদা দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর ভূমিকা খতিয়ে দেখা হোক। নিজের পিঠ বাঁচাতে গাদ্দার এখন বিজেপির ছাতার তলায় অমিত শাহের জুতো পালিশ করে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক বলেও মান্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। # 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ