১০০ পার করে গিয়েছি’, শাহের দাবি ঘিরে প্রশ্ন
(last modified Wed, 01 May 2024 12:51:24 GMT )
মে ০১, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • ১০০ পার করে গিয়েছি’, শাহের দাবি ঘিরে প্রশ্ন

একশো নব্বইয়ের মধ্যে একশো পার! ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় ভোটগ্রহণের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবিষ্যৎবাণী করে বলেছেন, বিজেপি ও তার শরিক দলগুলো প্রথম দুই দফার ভোটে ১০০-র থেকে অনেক বেশি আসনে জিততে চলেছে।

তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড-সহ সব রাজ্যে বিজেপি সাফল্য পেতে চলেছে। কর্নাটক, কেরল, তামিলনাড়ুতেও বিজেপি ভাল সাড়া পেয়েছে।

অমিত শাহের দাবি, বিজেপির নেতৃত্বে এনডিএ ‘চারশো পার’-এর লক্ষ্যে পৌঁছে যাবে। কংগ্রেস তথা বিরোধী শিবির অবশ্য দাবি করছে, অমিত শাহ এ সব বলে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। আসলে নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রচারের সুরেই স্পষ্ট, তাঁরা চিন্তায় পড়ে গিয়েছেন। তৃণমূল শিবির মনে অবশ্য মনে করিয়ে দিয়েছে যে  ২০২১-এর বিধানসভা ভোটে প্রথম কয়েক দফার ভোটের পরেও শাহ এমন কত আসনে বিজেপি জিতবে, সেই ভবিষ্যৎবাণী করেছিলেন। তার কোনওটাই মেলেনি।#

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ