ইউরোপীয় নাগরিকদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
ইরান-ইইউ বাণিজ্য ৩০০ কোটি ইউরো
পার্সটুডে- ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কেন্দ্র ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৩০০ কোটি ইউরোর বাণিজ্য ঘোষণা করেছে।
পার্সটুডে অনুসারে, ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কেন্দ্র কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান দেখায় যে ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইরান এবং ২৭টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্য বিনিময় ৩ বিলিয়ন ১০২ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এই প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,ইরানে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি ২ বিলিয়ন ৪৫২ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে এবং ইরান থেকে ইউনিয়নের আমদানি ৬৫০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে,যা উভয় পক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটি উল্লেখযোগ্য অংশ।
এছাড়াও, ২০২৫ সালের অক্টোবরের পরিসংখ্যান দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবাহের ধারাবাহিকতা নির্দেশ করে; যাতে এই মাসে ইরানে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি ছিল ২১৯ মিলিয়ন ইউরো এবং ইরান থেকে ইউরোপীয় আমদানি রেকর্ড করা হয়েছে ৬৩ মিলিয়ন ইউরো। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে জার্মানি ইরানের সাথে বাণিজ্যে প্রথম স্থান ধরে রেখেছে এবং ইউরোপের সাথে ইরানের মোট বাণিজ্যের শতাংশের জন্য দায়ী। ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইরান-জার্মানি বাণিজ্যের পরিমাণ ৯৮৪ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে যা ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দেয়।
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ইইউ নাগরিকদের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা যত তাড়াতাড়ি সম্ভব ইইউ নাগরিকদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। মেটসোলা সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ লিখেছেন, “সাবেক ইইউ অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,শুধুমাত্র ইউরোপীয় কমিশনার হিসেবে তার দায়িত্ব পালনের জন্য এবং অন্যদের ওপর অগ্রহণযোগ্য। ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে আমি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন যে ওয়াশিংটন পাঁচজন বিদেশী নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে যাকে তিনি "আমেরিকান প্ল্যাটফর্মের সেন্সরশিপ" বলে অভিহিত করেছেন। ইইউ ডিজিটাল পরিষেবা আইনের অন্যতম প্রধান স্থপতি সাবেক ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন।#
পার্সটুডে/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন