ফিলিস্তিনি প্রতিরোধ:
ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদিবাদ-বিরোধী অভিযান তাদের অপরাধযজ্ঞের জবাব
-
ইহুদিবাদ-বিরোধী অভিযানে ইসলামি জিহাদ এবং হামাসের প্রতিক্রিয়া
পার্সটুডে-ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলন দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদিবাদ-বিরোধী অভিযানকে ইসরায়েলের অপরাধমূলক নীতির বিরুদ্ধে একটি কঠোর প্রতিক্রিয়া বলে মনে করে।
পার্সটুডে আরও জানিয়েছে, ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলন, দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলীয় "বিসান" এবং "আল-আফুলা" এলাকায় ইহুদিবাদ-বিরোধী অভিযানের প্রশংসা করে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে গুরুত্বের সাথে বলা হয়েছে, প্রতিরোধ অভিযানগুলো ফিলিস্তিনি জাতির শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক এবং আধিপত্যবাদী নীতির সরাসরি প্রতিক্রিয়া। এই অভিযানগুলো প্রমাণ করে যে আমাদের জাতি, আগ্রাসন, জোরপূর্বক স্থানচ্যুতি, পদ্ধতিগত ধ্বংস এবং বসতি স্থাপনকারীদের অপরাধ বৃদ্ধি সত্ত্বেও, তার ভূমি, স্বদেশ এবং আইনি অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই প্রতিরোধ অভিযানগুলো ইহুদিবাদ-বিরোধী ফিলিস্তিনি বন্দীদের ওপর অকথ্য নির্যাতন, দুর্ব্যবহার এবং জুলুমের প্রতিক্রিয়া। ফিলিস্তিন ইসলামি জিহাদ জানিয়েছে: আমাদের জাতি এবং প্রতিরোধ বাহিনী দখলদারদের আক্রমণ এবং দমনমূলক অভিযানে কখনই ভীত হবে না। ফিলিস্তিনি জাতির প্রতিরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না তারা সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং দখলদারদের কবল থেকে মুক্ত হয়।
ইহুদিবাদ বিরোধী অভিযান দখলদারদের দৈনন্দিন অপরাধের ফল
এদিকে, ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও এক বিবৃতিতে অধিকৃত অঞ্চলগুলোতে ইহুদিবাদ বিরোধী অভিযানের প্রতিক্রিয়া জানিয়েছে। হামাস ঘোষণা করেছে: অপারেশন আল-আফুলা এবং বিসান জনগণের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন এবং ইহুদিবাদী দখলদারদের দৈনন্দিন অপরাধের ফল।"
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো ১৯৪৮ সালে উত্তর অধিকৃত অঞ্চলে অবস্থিত বায়সান এবং আল-আফুলাতে ইহুদিবাদীদের বিরুদ্ধে দুটি বীরত্বপূর্ণ অভিযানকে অভিনন্দন জানিয়েছে। ওই অভিযানে বেশ কয়েকজন ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত এবং আহত হয়েছে।
শুক্রবার আল-আফুলা এবং বাইসান শহরে গাড়ি ধাওয়া এবং ছুরিকাঘাতের সম্মিলিত অভিযানে দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং ছয়জন আহত হয়।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন