রাজ্যে সরকারের তীব্র সমালোচনা বিজেপি ও সিপিএমের
মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা বিস্ফোরণে ৩ শিশু গুরুতর আহত
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় বোমা বিস্ফোরণে ৩ শিশু গুরুতর আহত হওয়ায় সিপিএম এবং বিজেপি নেতারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন।
আজ (বুধবার) বোমাকে বল ভেবে খেলতে গিয়ে অসীম শেখ (৬) মাহমুদা খাতুন (৯) এবং এহদিনা পারভীন(৭) নামে তিন শিশু বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় তাদেরকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারা শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা বলছেন, স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে রাস্তার পাশে কিছু রঙিন বল পড়ে ছিল। ওই শিশুরা বলগুলো নিয়ে খেলতে গিয়ে আচমকা সেগুলো বিকট শব্দ ফেটে যায়।
এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। শিশুদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নিচ্ছি। পুলিশ প্রশাসনকে বলব যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য।’
ওই ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ‘এনআইএ’কে রাজ্যজুড়ে বোমা উদ্ধারে দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। রাহুল সিনহা বলেন, ‘অস্ত্রশস্ত্র, বোমা শিল্প রাজ্যে ছেয়ে রয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বোমা উদ্ধারে কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে দায়িত্ব দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কী তা পারবেন? পারবেন না। কারণ বোমা ও অস্ত্র তো ওর লোকেদের হাতেই আছে।’
অন্যদিকে, সিপিএম নেতা শুজন চক্রবর্তী বলেছেন, ‘গুলি, বোমা, বন্দুকের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। সরকারের কোনো হেলদোল নেই। আবারও ৩ জন শিশু আহত হয়েছে ফারাক্কায়। সরকার দায়িত্বজ্ঞানহীন।’
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এই শিশুরা যে প্রতিবন্ধী হয়ে গেল, এদের বাকি জীবনের দায়ভার কে নেবে? সিপিএমের আমলেই বাংলার রাজনীতিতে বোমার আমদানি হয়েছিল, তৃণমূলের আমলে তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।