ডিসেম্বর ১৯, ২০২৩ ১৯:৫২ Asia/Dhaka
  • হালাল মাংসের পরিবর্তে হিন্দুদের ঝাটকা মাংস খাওয়ার পরামর্শ গিরিরাজ সিংয়ের

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং হিন্দুদের হালাল মাংসের পরিবর্তে ঝাটকা মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন।

গতকাল (সোমবার) তার এ সংক্রান্ত মন্তব্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিহারে ক্ষমতাসীন জেডিইউ মুখপাত্র নীরোজ কুমার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মোকাবিলায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের তৎপরতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, জনসাধারণ এখন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) জোটের মাধ্যমে এনডিএ জোটকে ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীরোজ কুমার বলেন, ৩৩ হাজারের রাজনৈতিক বৈদ্যুতিক শক পেতে চলেছে বিজেপি। I.N.D.I.A জোটের বৈঠকের ফলাফল ঝাটকা দেবে। অ-বিজেপি বিভিন্ন দলের ঐক্য এবং ভোট বিভাজন বন্ধের মধ্যদিয়ে বিজেপিকে ধাক্কা দেবে। জনসাধারণ এখন I.N.D.I.A জোটের মাধ্যমে এনডিএ-কে ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, আমি ভারতীয় জনতা পার্টির কাছে জানতে চাই যে, মাননীয় নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে চাম্রার জুতো পড়েন তা কী ঝাটকার না হালালের?

বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং এর আগে বেগুসরাইতে বলেন, হিন্দুরা হিন্দুদের দোকান থেকে মাংস কিনবে, মুসলিমরা মুসলিমদের দোকান থেকে, সেদিন তো চলে গেছে, এখন হিন্দুরা মুসলিমদের দোকান থেকে মাংস কিনছে। ওই মাংস হালাল, যা হিন্দু ধর্মবিরোধী। হিন্দুদের ঝাটকা মাংস খাওয়া উচিত। তিনি আরও বলেন, আমি ভারতীয় জনতা পার্টির কাছে জানতে চাই যে, মাননীয় নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে চামড়ার জুতো পরেন তা কী ঝাটকার না হালালের? 

গিরিরাজ সিং বলেন, হিন্দুদের বলি প্রথায় ঠিক যেভাবে এক কোপে বলি দেওয়া হয়, সেটাই হল ঝাটকা। সনাতন হিন্দুরা একসময়ে এই বলির মাংসই খেতো। কিন্তু এখন মুসলিমদের দোকান থেকে মাংস কিনে খায়। মুসলিমরা যেভাবে জবাই করে তা হল হালাল। এই হালাল মাংস হিন্দুদের ধর্মবিরোধী বলে দাবি গিরিরাজ  সিংয়ের। গিরিরাজ বলেন, আগে তো হিন্দুরা মুরগির মাংসো খেতো না। ছুঁত না। এখন তো সব খাচ্ছে। 

গিরিরাজ সিং আরও বলেন, মুসলমানরা যেমন মসজিদে যায়, তেমনি হিন্দু যুবকদেরও সন্ধ্যায় মন্দিরে যাওয়া উচিত। আমি সমস্ত হিন্দু যুবকদের সন্ধ্যায় মন্দিরে গিয়ে সনাতন ধর্ম সম্পর্কে আলোচনা করার আহ্বান জানাই। তিনি মুসলিম ধর্মের লোকদেরও সম্মান করেন বলে দাবি করেছেন গিরিরাজ সিং।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখে, তাকে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের নেওয়া সিদ্ধান্তের মতো 'হালাল' প্রত্যয়িত খাদ্য পণ্য বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। 

পার্সটুডে/এএএইচ/এমবিএ/১৯   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ