ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই
https://parstoday.ir/bn/news/india-i133180-ভারত_ও_সংযুক্ত_আরব_আমিরাতের_মধ্যে_৪টি_সমঝোতা_স্মারক_সই
ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল (মঙ্গলবার) গুজরাটে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে দ্রুত বর্ধনশীল দ্বিপক্ষীয় অংশীদারিত্বের প্রশংসা করেছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জানুয়ারি ১০, ২০২৪ ১৮:২৪ Asia/Dhaka
  • ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই

ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল (মঙ্গলবার) গুজরাটে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে দ্রুত বর্ধনশীল দ্বিপক্ষীয় অংশীদারিত্বের প্রশংসা করেছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, উভয় নেতার উপস্থিতিতে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মধ্যে একটিতে গুজরাট সরকার এবং দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। সাত মাসেরও কম সময়ের মধ্যে মোদী এবং আল নাহিয়ানের মধ্যে এটি ছিল চতুর্থ বৈঠক।

ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ শামিল হতে গতকাল সন্ধ্যায় ভারতে এসেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনিই ওই কর্মসূচির প্রধান অতিথি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, সাত মাসেরও কম সময়ের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের মধ্যে এটি চতুর্থ বৈঠক এবং তারা দ্রুত রূপান্তরিত ভারত-সংযুক্ত আরব আমিরাতের অংশীদারিত্বের প্রশংসা করেছেন এবং একটি অভিন্ন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য তাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন।

ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে বক্তব্য রাখার সময়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমার ভাই এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে এই কর্মসূচিতে পাওয়া খুবই আনন্দের বিষয়। ভারত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের সম্পর্ককে যে নয়া উচ্চতা দিয়েছে তার কৃতিত্ব আমার বন্ধু এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদের কাছে যায়। এ সময়ে তিনি দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা হওয়ার কথা উল্লেখ করেন।    

এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ নাহিয়ানকে স্বাগত জানান এবং সন্ধ্যায় উভয় নেতা একটি রোড শোতে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় আরব আমিরাতের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে তাকে ‘আমার ভাই’ বলে উল্লেখ করেন। 

প্রসঙ্গত, ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট একটি দ্বিবার্ষিক বৈশ্বিক ব্যবসায়িক ইভেন্ট যা ভারতের গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয় এই দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনটি এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির তাৎপর্যের জন্য পরিচিত। শীর্ষ সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য হল গুজরাটকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রচার করা এবং বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব ও সহযোগিতার সুবিধা প্রদান করা।  

উল্লেখ্য, সম্প্রতি বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা মধ্যপ্রাচ্যের প্রথম বিশাল হিন্দু মন্দির নির্মাণ করেছে। আবুধাবির আবু মুরেইকায় ২৭ একর সরকারি জমির উপর এটি গড়ে উঠেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ওই মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। #

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।